লোরেটোকে ইংরেজি মাধ্যমের পড়ুয়া ছাড়া ভর্তি না নেওয়ার সিদ্ধান্ত বাতিল করার নির্দেশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের

এই বছরে স্নাতকে ভর্তির মেধাতালিকা ইতিমধ্যেই প্রকাশ হয়ে গিয়েছে, তাই এখন বিজ্ঞপ্তি বদলানো সম্ভব নয়। লরেটো কলেজকে পরবর্তী শিক্ষাবর্ষে নিয়ম বদলাতে হবে ।

Must read

লরেটো কলেজের (Loreto college) একটি ভর্তির বিজ্ঞপ্তি ঘিরে বেশ কয়েকদিন ধরেই বিতর্ক তুঙ্গে। ভর্তির বিজ্ঞপ্তিতে জন্য হয় ভর্তি নেওয়া হবে না বাংলা বা হিন্দি মাধ্যমের পড়ুয়াদের। চাপের মুখে এবার কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University) সেই নিয়ম বাতিল করার নির্দেশ দিল । এমন একটি শর্তর কারণ যদিও এখনো ব্যাখ্য়া দিতে পারেনি লরেটো কলেজ কর্তৃপক্ষ। এই বছরে স্নাতকে ভর্তির মেধাতালিকা ইতিমধ্যেই প্রকাশ হয়ে গিয়েছে, তাই এখন বিজ্ঞপ্তি বদলানো সম্ভব নয়। লরেটো কলেজকে পরবর্তী শিক্ষাবর্ষে নিয়ম বদলাতে হবে ।

আরও পড়ুন-৪ তলা বিল্ডিংয়ে আগুন, ৪০ কোটির সামগ্রী পুড়ে ছাই, মৃত ৪

লরেটো কলেজ কলকাতার প্রসিদ্ধ ও পুরনো কলেজগুলির মধ্যে অন্যতম এই। এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ও অন্যান্য আঞ্চলিক ভাষাকে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে না, এই বিষয়ে প্রশ্ন উঠেছে সব মহলে। বিজ্ঞপ্তিতে লেখা ছিল, ‘লরেটো কলেজের পড়াশোনার মাধ্যম ইংরেজি। আমাদের লাইব্রেরিতে শুধুমাত্র ইংরেজি বই ও জার্নাল রাখা হয়। তাই দ্বাদশ শ্রেণিতে যাঁদের পড়াশোনার মাধ্যম আঞ্চলিক ভাষা ছিল, তাঁদের ভর্তি নেওয়া হবে না।’

আরও পড়ুন-কলকাতায় এসি মার্কেটে কাপড়ের দোকানে ভয়াবহ আগুন

প্রতিবাদ চলছিল সর্বস্তরেই। এবার কলকাতা বিশ্ববিদ্যালয় এই নিয়মের বিরুদ্ধাচরণ করল। এই বিশ্ববিদ্যালয়ের নীতি অনুযায়ী যে কোনও মাধ্যমের পড়ুয়ারা এর অধীনে পড়াশোনা করতে পারেন। সেই বিশ্ববিদ্যালয়ের অধীন হয়ে কেন লরেটো কলেজ এমন একটা সিদ্ধান্ত নিল সেই নিয়ে কলেজ কর্তৃপক্ষর তরফে কোন সদুত্তর পাওয়া যায়নি। সোমবার বিশ্ববিদ্যালয়ের তরফে ব্যাখ্যা তলব করা হয়েছিল। কিন্তু কোনও গ্রহণযোগ্য ব্যাখ্য়া তারা দিতে পারেনি। এই ঘটনার নিয়ম বদলের নির্দেশ দেওয়া হয়েছে।

Latest article