প্রতিবেদন : দশেরা উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপি ও সংঘ পরিবারকে কড়া ভাষায় আক্রমণ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে। মুখ্যমন্ত্রী বলেন, মাদকের নেশার মতো বিজেপিকে ক্ষমতার নেশা পেয়ে বসেছে। কেন্দ্রের বিজেপি সরকারের লক্ষ্য হল, যেনতেনভাবে ক্ষমতা দখল করা। নিজেদের স্বার্থসিদ্ধি করতে মোদি সরকার সিবিআই, আয়কর, ইডি, এনসিবির মতো বিভিন্ন সংস্থাকে কাজে লাগাচ্ছে। মোদি সরকারের লক্ষ্য হল বিরোধীদের কণ্ঠরোধ করা। তবে শিবসেনা নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার কেন্দ্রের যে কোনও ধরনের অনৈতিক পদক্ষেপের বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করবে।
আরও পড়ুন-এক বছর আগেই নিহত আখুনজাদা, স্বীকার তালিবানের
ওই অনুষ্ঠানে ঠাকরে আরও বলেন বিজেপি সরকারের অঙ্গুলিহেলনে এনসিবি অহেতুক বলিউড তারকাদের হেনস্থা করছে। আসলে কেন্দ্রীয় সরকার এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে যা দেখে মনে হয়, মহারাষ্ট্র মাদক সেবন কেন্দ্রে পরিণত হয়েছে। অথচ গুজরাতের মুন্দ্রা বন্দরে কোটি কোটি টাকার মাদক বাজেয়াপ্ত হলেও সে বিষয়ে কিন্তু মোদি সরকার একটি কথা ও বলছে না। বিজেপির হিন্দুত্বের রাজনীতিকে এদিন কড়া ভাষায় আক্রমণ করে উদ্ধব বলেন, বাইরের কারও জন্য নয়, বরং নির্দিষ্ট একটি দলের জন্যই আজ হিন্দুত্ব বিপন্ন।