এক বছর আগেই নিহত আখুনজাদা, স্বীকার তালিবানের

Must read

কাবুল : ১৫ অগাস্ট তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর ঘোষণা করেছিল, হিবাতুল্লা আখুনজাদার নেতৃত্বে দেশের সরকার গঠন হবে। কিন্তু ক্ষমতা দখলের পরেও এখনও তাঁকে সেভাবে বিশেষ সামনে আসতে দেখা যায়নি। শুধুমাত্র একবার একটি ভিডিও বার্তায় আখুনজাদাকে দেখা গিয়েছিল। তাই আখুনজাদা কোথায়, কী অবস্থায় আছেন তা নিয়ে একটা সন্দেহ ছিল। শেষ পর্যন্ত শনিবার সেই সন্দেহের অবসান ঘটল। তালিবানের তরফে জানানো হল, হিবাতুল্লা আখুনজাদা ২০২০ সালে এক আত্মঘাতী হামলায় প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন-৭৫ দিন ধরে পালিত হয় এই দশেরা

তালিবান নেতা আমির আল মুমিনিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ২০২০ সালে পাকিস্তানের বাহিনীর হাতে মৃত্যু হয় আখুনজাদার। পাকবাহিনীর আত্মঘাতী হামলায় নিশানায় ভুল হওয়ার কারণেই আখুনজাদার মৃত্যু হয়েছিল। তবে আখুনজাদার পর তালিবান সরকারের নেতৃত্ব কে করবেন সে বিষয়ে জানতে চাওয়া হলে আমির কিছু বলেননি। তিনি বলেন, বিষয়টি এখনও চিন্তাভাবনার স্তরে রয়েছে। সরকারের পরবর্তী প্রধানের নাম ঠিক হলে সংবাদমাধ্যমকে তা জানিয়ে দেওয়া হবে। একই সঙ্গে আমিন জানিয়েছেন, ভিডিয়োবার্তায় আখুনজাদার যে ছবি দেখা গিয়েছিল তা আসলে বহু বছরের পুরনো।

Latest article