বারাসত, বেড়াচাঁপা : ‘‘ইচ্ছা করলে ১০ মিনিটে আমরা এই নৃশংস খুনের প্রতিশোধ নিতে পারি। সিপিএম-আইএসএফকে এলাকাছাড়া করতে পারি। কিন্তু আপনাদের অনুরোধ, বিরোধীদের চক্রান্তে পা দেবেন না। এর জবাব ৮ তারিখ ব্যালটে দিন। রাজনৈতিকভাবে বিজেপি-আইএসএফ আর তাদের দোসর সিপিএমকে উৎখাত করব আমরা।’’
আরও পড়ুন-উন্নয়নের দু’কূল ছাপানো জোয়ার আলিপুরদুয়ারে
বুধবার বিকেলে বেড়াচাঁপা বাজারে নির্বাচনী জনসভা ও শোকসভায় এই মন্তব্য করেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মঙ্গলবার রাতে দেগঙ্গার গাংহাটিতে তৃণমূল নেতার ছেলে ইমরান হাসানকে বোমা মেরে খুন করে সিপিএম ও আইএসএফ। তার প্রেক্ষিতে এই মন্তব্য করে বনমন্ত্রী আরও বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ই। তিনি বলেছেন, পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে করতে হবে। ভোট মিটে গেলে ফলাফল ঘোষণা হলে আমরা উত্তর ২৪ পরগনা থেকে সিপিএম ও আইএসএফকে রাজনৈতিকভাবে উৎখাত করে দেব। সিপিএমের সুজন চক্রবর্তী এবং আইএসএফের নওশাদ সিদ্দিকি এলাকায় ঢুকে উত্ত্যক্ত করেছেন। সব হিসেব আমরা কড়ায়-গণ্ডায় বুঝে নেব।’’
আরও পড়ুন-ফের বন্দে ভারতে খাবার নিয়ে যাত্রী ক্ষোভ, পাথরের মতো পনির,পচা ডাল
বুধবারের এই সভায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বনমন্ত্রী ছাড়াও ছিলেন বারাসতের সাংসদ তথা বারাসত সাংগঠনিক জেলার তৃণমূল সভানেত্রী ডাঃ কাকলি ঘোষদস্তিদার, দেগঙ্গা ব্লক তৃণমূল সভাপতি আনিসুর রহমান, মফিদুল হক সাহাজি প্রমুখ নেতারা। সাংসদ বলেন, ‘‘এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা, উন্নয়নের বংলা, সবুজসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বাংলা। এটা সহ্য হচ্ছে না বিজেপি-সিপিএমের হার্মাদদের, তাদের সঙ্গী সমাজবিরোধীদের দল আইএসএফের। ওরাই একটি ফুটফুটে ছেলেকে খুন করেছে। রাতের বেলা ঘরে কেউটে সাপ ঢুকলে তার মাথা কুচলে দিতে হয় যাতে মাথা তুলতে না পারে। তেমনই রাজনৈতিকভাবে এদের কুচলে দিন। আইএসএফ বাইরে থেকে লোক ঢুকিয়েছে। তারাই এলাকায় তাণ্ডব চালাচ্ছে। কাপুরুষের মতো একটা নিষ্পাপ শিশুকে খুন করল। আমি বলছি, সাহস থাকে তো আমাকে বোমা মারো। মায়ের কোল খালি কোরো না। যদি আপনাদের ওরা লাঠি দেখায় আপনারাও লাঠি নিয়ে প্রতিরোধ তৈরি করুন। সিপিএম বাংলায় পুরনো দিনের সন্ত্রাস ফিরিয়ে আনতে চাইছে নওশাদ সিদ্দিকিকে সঙ্গে নিয়ে। এদের টাকা জোগাচ্ছে বিজেপি। তাই বাংলার উন্নয়নকে জারি রাখতে সকাল সকাল বুথে গিয়ে তৃণমূল প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করুন। মনে রাখবেন এঁরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী।’’