ফের বন্দে ভারতে খাবার নিয়ে যাত্রী ক্ষোভ, পাথরের মতো পনির,পচা ডাল

এবার হিমাংশু মুখোপাধ্য়ায় নামে এক যাত্রী টুইট করে অসন্তোষ প্রকাশ করেছেন। মুম্বইতে ২২২৩০ বন্দে ভারত এক্সপ্রেসে উঠেছিলেন তিনি

Must read

বন্দে ভারত (Vande Bharat) নিয়ে বিতর্ক আর শেষ হচ্ছেই না। যদিও মেনু নিয়ে অসন্তোষ আজ প্রথম নয় এর আগেও বেশ কয়েকজন যাত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। এবার হিমাংশু মুখোপাধ্য়ায় নামে এক যাত্রী টুইট করে অসন্তোষ প্রকাশ করেছেন। মুম্বইতে ২২২৩০ বন্দে ভারত এক্সপ্রেসে উঠেছিলেন তিনি। উদ্বোধনের সময়ের খাবারের ছবিকে তিনি ‘ডেলিসিয়াস’ বলেছেন। কিন্তু এখন যে খাবার দেওয়া হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। খাবারের মান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন বেশিরভাগ দূরপাল্লার ট্রেনের খাবার মুখে তোলা যায় না।

আরও পড়ুন-পঞ্চায়েত নির্বাচনের দিন প্রতিটি জেলায় কমিশনের কন্ট্রোল রুম, জেনে নিন নম্বর

তিনি এদিন খাবার মান নিয়ে লিখেছেন, ‘সেই সময় বিনা পয়সা আহুজা ক্যাটারারের খাবার পরিবেশন করা হত। আর এখন ২৫০ টাকা দেওয়ার পরেও পাথরের মতো কঠিন পনির, ঠান্ডা খাবার, পচা নুনে পোড়া ডাল দেওয়া হয়েছে। মাঝমধ্যেই বন্দে ভারত এক্সপ্রেস চড়ে যেতে হয়। ইদানিং দেখি দই, স্যানিটাইজার কিছুই দেয় না। খাবারের মান বলে কিছুই নেই। আপনাদের অতিথিরা যদি এই খাবার খেয়ে খুব তারিফ করেন তবে তার একটা নজির আমার সামনে দিন।’

আরও পড়ুন-‘সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারীর মধ্যে এখন প্রতিযোগিতা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে’ বিরোধীদের নিশানা অভিষেকের

এই পরেই আরো বেশ কয়েকজন যাত্রী সহমত প্রকাশ করেছেন। এই মর্মে এক যাত্রী লিখেছেন, মুম্বই সেন্ট্রাল-নিজামুদ্দিন অগস্ট ক্রান্তি এক্সপ্রেস( তেজস) যে খাবার পরিবেশন করা হয় সেটাও খাবার অযোগ্য।

Latest article