‘সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারীর মধ্যে এখন প্রতিযোগিতা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে’ বিরোধীদের নিশানা অভিষেকের

শিয়রে পঞ্চায়েত ভোট (Panchayat election)। হাতে মাত্র তিন দিন। প্রচারে নেমেছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়

Must read

শিয়রে পঞ্চায়েত ভোট (Panchayat election)। হাতে মাত্র তিন দিন। প্রচারে নেমেছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। আজ পূর্ব বর্ধমান এর মঞ্চ থেকে বিজেপি সরকারকে তুলোধোনা করলেন অভিষেক। ২০২৩ পঞ্চায়েত নির্বাচনের প্রচারের কেন্দ্রবিন্দুতে রাজ্যের মহিলাদের জন্য সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে। প্রাথমিকভাবে, রাজ্যের বিরোধী দলগুলো এই প্রকল্পের বিরোধিতা করেন কিন্তু এবার প্রচারে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ২০০০ করে দেওয়ার কথা বলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। সেটাকেই এবার অস্ত্র করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-‘‌দুয়ারে সরকারের প্রতিনিধি বাড়িতে রেশন দেবে’‌, স্পষ্ট জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন রাজ্যের বিজেপি নেতাদের নিশানা করে বলেন, ‘সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারীর মধ্যে এখন প্রতিযোগিতা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। কে বেশি ঢপ মারবে।’ প্রধানমন্ত্রী প্রসঙ্গে এদিন তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তাঁর পদের মর্যাদা রেখে বড় ঢপ মারছে, বিরোধী দলনেতা ছোট পদে থেকে ছোট ঢপ মারছে। প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, দুর্নীতির বিরুদ্ধে আমি গ্যারেন্টার। আর যাদের বিরুদ্ধে ইডি, সিবিআই মামলা চালাচ্ছে সেই দুর্নীতিগ্রস্থ তোলাবাজদেরকে বিজেপিতে নিয়ে পদে বসাচ্ছে। শুভেন্দু অধিকারীকে খবরের কাগজে মুড়ে টাকা নিতে দেখেছেন সবাই, কিন্তু তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা হয়েছে? ৭ দিন আগে মোদি বললেন, ৭৩ হাজার কোটি টাকার দুর্নীতি করেছে এনসিপি। তারপরই এনসিপির অজিত পাওয়ার প্রফুল্ল প্যাটেলের মতো নেতারা বিজেপিতে চলে গেল যাদের বিরুদ্ধে ইডি-সিবিআইয়ের মামলা ছিল। উত্তরপ্রদেশে কৃষকদের পিষে মারা অজয় টেনি আজও মোদির মন্ত্রিসভার সদস্য। এমন গ্যারেন্টার আপনারা চান যারা কথা দিয়ে কথা রাখে না?’

আরও পড়ুন-রাজ্যের দাবি আদায়ে দিল্লির ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা, ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

এদিন তিনি প্রশ্ন করে জনসাধারণকে, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন ১৫ লাখ দেবে, শুভেন্দু – সুকান্তরা বলছে ২০০০ দেবে। যে আপনার প্রাপ্য টাকা আটকে রেখেছে, সে আপনাদের অনুদান দেবে? সমাজের একটা প্রথা ছিল, চোর চুরি করে জেলে যায়, এখন প্রথা চোর চুরি করে জেলে যায় না, বিজেপিতে যায়।’

Latest article