‘‌দুয়ারে সরকারের প্রতিনিধি বাড়িতে রেশন দেবে’‌, স্পষ্ট জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়

আজ বুধবার পূর্ব বর্ধমানের (East Burdwan) বৈদ্যপুরের জনসভা থেকে বিজেপি সরকারকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

Must read

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat election) আগে আর হাতে মাত্র বাকি তিনদিন। এই অবস্থায় রাজনৈতিক প্রচারে সরগরম রাজ্য–রাজনীতি। আজ বুধবার পূর্ব বর্ধমানের (East Burdwan) বৈদ্যপুরের জনসভা থেকে বিজেপি সরকারকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন মঞ্চ থেকে দুটি বড় ঘোষণা করলেন ডায়মন্ড হারবারের সাংসদ। প্রসঙ্গত দুয়ারে রেশন ব্যবস্থা নিয়ে ডিলাররা সুপ্রিম কোর্ট দৌড়ে গিয়েছিলেন কিন্তু লাভ কিছু হয়নি। তাদের আবেদনে স্থগিতাদেশ দেন বিচারপতি। দুয়ারে রেশন চলবে বলে জানিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন-রাজ্যের দাবি আদায়ে দিল্লির ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা, ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌তৃণমূল কংগ্রেস কথা দিয়ে কথা রাখে। আর বিজেপি প্রতিশ্রুতি পালন করে না। মানুষের পাশে নেই বিজেপি, মানুষের পাশে থাকে তৃণমূল। তৃণমূল কথা দিয়ে কথা রেখেছে। তাই আগামী ৬ মাসের মধ্যে দুয়ারে সরকারের প্রতিনিধি গিয়ে বাড়িতে রেশন দেবে। আইনি জটিলতায় এই প্রকল্প এতদিন আটকে ছিল। এবার তা মিটে গিয়েছে। দু’বছর ধরে রেশন ডিলারদের একাংশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট করে যাতে দুয়ারে রেশন প্রকল্প বাস্তবায়িত না হয়। আইনি জটিলতায় এই প্রকল্প আটকে ছিল এতদিন। আজ থেকে দু-আড়াই মাস আগে সুপ্রিম কোর্টে এই আইনি জটিলতার সমাধান হয়ে গেছে। আমি আপনাদের কথা দিচ্ছি, আগামী ৬ মাসের মধ্যে কোনও জায়গা থেকে নয়, কোনও পাড়ার মোড় থেকে, কোনও গ্রামের চায়ের দোকান থেকে নয়, কোনও ক্লাব থেকে নয়, দুয়ারে সুরকারের প্রতিনিধি আপনার বাড়িতে রেশন পৌঁছে দিয়ে আসবে’।

আরও পড়ুন-আমেরিকায় ক্যানসার আক্রান্ত কৃষ্ণাঙ্গ মহিলাকে নিগ্রহ পুলিশের

বিজেপিকে নিশানা করে এদিন অভিষেক বলেন, ‘‌একশো দিনের টাকা আদায় করতে দিল্লিতে গেলে নাকি অমিত শাহের পুলিশ আমাদের ডান্ডা পেটা করবে। বিজেপি নেতারা এসবই তো বলছে। আপনারা একটু কসরত করে নিন। যাতে ডান্ডা মারলে ডান্ডা ভেঙে যায়, মেরুদণ্ড নয়। আর আমিও দেখব কত ডান্ডা মারতে পারে। আপনাদের আরও একটা কথা বলে যাচ্ছি, এই আন্দোলনে প্রয়োজন হলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দিল্লিতে গিয়ে এই আন্দোলনে নেতৃত্ব দেবেন।’‌

Latest article