প্রতিবেদন : যে সমস্ত কর্মী সময়মতো অফিসে আসেন না এবং নির্দিষ্ট সময়ের আগেই অফিস থেকে বের হয়ে যান তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে ভারতীয় রেল। এই ধরনের ফাঁকিবাজ কর্মীদের বিরুদ্ধে শুধু ব্যবস্থাই নেবে না, তাঁদের বেতনও কেটে নেওয়া হবে বলে জানিয়ে দিল রেল বোর্ড। রেল বোর্ডের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মীদের সকাল ৯টার মধ্যে অফিসে আসতে হবে। দেরিতে পৌঁছনো প্রতিটি দিনের জন্য অর্ধ দিবসের ছুটি কাটা হবে। তবে এক ঘণ্টা দেরিতে আসা ব্যক্তিদের মাসে সর্বোচ্চ দু’বার ক্ষমা করা হবে।
আরও পড়ুন-বাদল অধিবেশনে আসছে ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল
শুধু বেতনে কোপই নয়, কোনও কর্মী যদি বারবার একই ঘটনা ঘটান তাহলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে। রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি দেখা গিয়েছে যে, সময়মতো অফিসে আসা কর্মীদের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। যার মধ্যে সাধারণ কর্মী থেকে আধিকারিকরাও রয়েছেন। এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফিসে উপস্থিতির স্বাভাবিক সময় হল প্রতিদিন সকাল ৯টা। অফিস চলবে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত। মাঝে দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত মধ্যাহ্নভোজনের বিরতি।