বাদল অধিবেশনে আসছে ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল

২০ জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। এই অধিবেশনে ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিলটি সংসদে পেশ করবে কেন্দ্রীয় সরকার

Must read

প্রতিবেদন : ২০ জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। এই অধিবেশনে ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিলটি সংসদে পেশ করবে কেন্দ্রীয় সরকার। ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিলের খসড়ায় অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। দীর্ঘদিন ধরেই এই বিলটি নিয়ে আলোচনা চলছে। খসড়া অনুযায়ী, এই বিলে উল্লেখিত বিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট সংস্থাকে ২৫০ কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।

আরও পড়ুন-মণিপুর অশান্তই, ফের অস্ত্র লুঠের চেষ্টা ও মৃত্যু

বিচারপতি বি এন শ্রীকৃষ্ণ কমিটির তৈরি করা তথ্য সুরক্ষা বিলের খসড়া প্রকাশ্যে আসতেই তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। চাপে পড়ে সেই খসড়া প্রত্যাহার করতে বাধ্য হয় মোদি সরকার। জানা গিয়েছে, মতামত জানার জন্য মন্ত্রক আগেরবার বিলের যে খসড়া প্রকাশ করেছিল এবারও তা প্রায় একই আছে। সরকারের বক্তব্য, কোনওরকম সমস্যার ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে তথ্য সুরক্ষা বোর্ড। এই বিলে বলা হয়েছে, ব্যক্তিগত তথ্য সুরক্ষা কোনওভাবে লঙ্ঘন হলে দেওয়ানি আদালতের দ্বারস্থ হয়ে ক্ষতিপূরণ চাইতে পারবেন সাধারণ নাগরিকরা।

আরও পড়ুন-উনুনে রান্না করে বিজেপির বিরুদ্ধে ভোটপ্রচার প্রার্থীর

ওই বিলে আরও বলা হয়েছে, কোনও নাগরিকের সম্মতি নিয়ে আইনি কাজেই একমাত্র ব্যবহার করা যাবে ব্যক্তিগত তথ্য। তথ্য সংগ্রহকারীদের নির্ভুলতার দিকে লক্ষ্য রাখতে হবে। কাজ শেষ হলেই সেই নাগরিকের তথ্য মুছে দিতে হবে।

Latest article