প্রতিবেদন : ১৬ মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে রাশিয়া। এই যুদ্ধে এখনও পর্যন্ত ইউক্রেনের বহু মানুষ হতাহত হয়েছেন। বাবা-মা, আত্মীয়-স্বজনকে হারিয়ে গৃহহীন হয়েছে ইউক্রেনের কয়েক লক্ষ শিশু। এই ভয়ঙ্কর যুদ্ধ ইউক্রেনের কয়েক লক্ষ শিশুর শৈশব বিপন্ন করে তুলেছে। জানা গিয়েছে, ইউক্রেনের প্রায় সাত লক্ষ শিশু এই মুহূর্তে মা-বাবা, আত্মীয়-স্বজনকে হারিয়ে রাশিয়ায় আটকে রয়েছে। এই চাঞ্চল্যকর তথ্যটি জানিয়েছেন রুশ পার্লামেন্টের আন্তর্জাতিক কমিটির প্রধান গ্রেগরি কারাসিন।
আরও পড়ুন-দলত্যাগ বিরোধী আইনে চাপে পড়বে দলবদলুরা?
রুশ মিশাইল হামলায় একের পর এক আবাসন গুঁড়িয়ে গিয়েছে। রাশিয়া ও ইউক্রেনের এই ভয়ঙ্কর যুদ্ধের বলি সাধারণ মানুষ ও শিশুরা। ভয়ঙ্কর যুদ্ধ ইউক্রেনের লাখ লাখ শিশুর বাবা-মাকে কেড়ে নিয়েছে। কারাসিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই মুহূর্তে ইউক্রেনের প্রায় ৭ লক্ষ শিশু অনাথ হয়ে আটকে রয়েছে রাশিয়ায়। মা-বাবাকে হারালেও ওই শিশুদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য পুতিন প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিয়েছে।
আরও পড়ুন-দেরিতে এলেই কেটে নেওয়া হবে বেতন
যদিও রাশিয়ার এই দাবি উড়িয়ে দিয়েছে ইউক্রেন। কিয়েভের অভিযোগ, রুশ সেনাবাহিনী জোর করে বহু শিশুকে অপহরণ করে সেদেশে নিয়ে গিয়েছে। শুধু তাই নয়, সেখানে শিশুদের উপর চলছে চরম অত্যাচার। এমনকী, তাদের দু’বেলা পেটপুরে খেতেও দেওয়া হয় না। অস্বাস্থ্যকর পরিবেশে তাদের আটকে রাখা হয়েছে।
আরও পড়ুন-বাদল অধিবেশনে আসছে ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিল
ইউক্রেনের এই দাবিকে সমর্থন করছে আমেরিকাও। ওয়াশিংটনের দাবি, ইউক্রেনের বেশ কয়েক হাজার শিশুকে রাশিয়া কার্যত ঘরছাড়া করেছে। এমনকী, অনাথ শিশুদের দেখভালেও রাশিয়া সম্পূর্ণ উদাসীন। শিশুদের সঙ্গেও চরম অমানবিক আচরণ করছে মস্কো। মানবাধিকার লঙ্ঘনের মতো চরম নিন্দনীয় ঘটনা ঘটছে রাশিয়ায়।