প্রতিবেদন : মধ্যপ্রদেশের বিজেপি নেতার অমানবিক আচরণ। দেশজুড়ে প্রতিবাদের ঢেউ। আদিবাসী এক কিশোরের গায়ে প্রস্রাব করছেন বিজেপি নেতা। যা ভাইরাল হতেই তীব্র সমালোচনা ও নিন্দার ঝড়। এই ঘটনার প্রতিবাদে একটি ভিডিও বার্তায় তীব্র ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা।
আরও পড়ুন-গলসিতে সায়নীর নির্বাচনী প্রচারে মানুষ আর মানুষ
অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, এই ঘটনার আমি ধিক্কার জানাই। বিজেপিরা বলে, তারা নাকি আদিবাসীদের কথা ভাবে। আদিবাসীদের সম্মান করে। কোথায় গেল সেই সম্মান? কীভাবে এই কাজ করেন একজন বিজেপি নেতা? এর আগেও বিজেপির এই ঘৃণ্য মানসিকতার পরিচয় পেয়েছি আমি নিজে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাকে এবং দেবনাথ হাঁসদাকে পায়ের তলায় জুতোর নিচে রাখার কথা বলেছেন। তারপরও বিজেপি দলের পক্ষ থেকে কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি। এটাই হচ্ছে বিজেপির আদিবাসী প্রেম। শুধু তাই নয়, আমরা আরও অনেক ঘটনার সাক্ষী। রাষ্ট্রপতি আদিবাসী সম্প্রদায়ের হওয়ার জন্য সংসদ ভবন উদ্বোধনে তাঁকেও ডাকা হয়নি। এত আদিবাসী প্রেম! আমি সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন করব, এই ঘটনাগুলি থেকে শিক্ষা নিতে হবে। বিজেপি শুধু মিথ্যা কথা বলে। বিজেপি আদিবাসীদের কথা ভাবে না। বিজেপি আদিবাসীদের ভোটব্যাঙ্ক হিসাবে ব্যবহার করে। একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ হিসাবে বিজেপিকে প্রত্যাখ্যান করার আহ্বান জানায়।