মধ্যপ্রদেশের বর্বরতা নিয়ে ক্ষোভে ফুঁসছে বাংলার মানুষ

বুধবার ব্রাত্য বসু-র তপনে জনসভার আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দণ্ডিকাণ্ডের প্রসঙ্গ নিয়ে ব্রাত্য বসুকে কটাক্ষ করেন

Must read

সংবাদদাতা, বালুরঘাট : আদিবাসীদের অপমান নিয়ে বিরোধীদের বিরুদ্ধে পাল্টা আক্রমণে ব্রাত্য বসু। তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের গোফানগর এলাকায় নির্বাচনী জনসভা করেন বাত্য বসু। বুধবার ব্রাত্য বসু-র তপনে জনসভার আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দণ্ডিকাণ্ডের প্রসঙ্গ নিয়ে ব্রাত্য বসুকে কটাক্ষ করেন।

আরও পড়ুন-আদিবাসীদের মিথ্যা প্রতিশ্রুতি দেয় বিজেপি

ব্রাত্য বসু বলেন, দণ্ডিকাণ্ডকে আমরা সমর্থন করি না। প্রত্যাখ্যান করি, প্রতিবাদ জানাই। এরপরেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উদ্দেশ্যে তাঁর কড়া জবাব, উনি আগে শুক্লার হয়ে করজোড়ে ক্ষমা চেয়ে তিনি একবার দণ্ডি কাটুন। আমি ওঁর পাশে গিয়ে দণ্ডি কাটব, কোনও অসুবিধা নেই। মধ্যপ্রদেশে আদিবাসী যুবকের মুখে মূত্রত্যাগের ঘটনার প্রসঙ্গ টেনে বিজেপির দিকে তোপ দেগে শিক্ষামন্ত্রী বলেন, বিজেপি যেটা ঘটাল সেটা একটা জাতির ঘৃণা, এটা আদিবাসীদের প্রতি ঘৃণা।

আরও পড়ুন-গলসিতে সায়নীর নির্বাচনী প্রচারে মানুষ আর মানুষ

এদিন জনসভায় বক্তব্য রাখার সময়েও ব্রাত্য বসু বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন। তিনি বলেন, বিজেপি আগে থেকেই হারার ভয়ে যে ধরনের কথা ছড়াতে চাইছে এটা তাদের ব্যাধি। এটা এক ধরনের ব্যাধি, যেটা পঞ্চায়েতে হারার পর নিরাময় হবে। মানুষ ঠিক করে ফেলেছেন মানুষের পঞ্চায়েতের কাজ করবে তৃণমূলই। এদিনের জনসভাতে উপস্থিত ছিলেন মন্ত্রী বিপ্লব মিত্র, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম দাস প্রমুখ।

Latest article