সংবাদদাতা, হাওড়া : অভাবী উদীয়মান ফুটবলার। বালির ছোট দুর্গাপুরের রিপ্তিশ ঘোষ। মেরিন ইঞ্জিনিয়ারিং নিয়ে দিল্লির একটি কলেজে লেখাপড়ার সুযোগ পেয়েছেন। কিন্তু আর্থিক কারণে পড়তে যাওয়া নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। সাহায্যের আর্জি নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দারস্থ হয়েছিলেন রিপ্তিশ।
আরও পড়ুন-বিভাজন নীতিতে নয়, তৃণমূল বিশ্বাসী উন্নয়নে
সোমবার সব ঘটনা জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন। আর তার ৪৮ ঘণ্টার মধ্যেই তৃণমূলের সর্বভারতীয় নেতা ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হল সমাধান। বুধবার কৈলাস মিশ্র রিপ্তিশের হাতে সাহায্যের জন্য নগদ ৭ হাজার টাকা তুলে দেন। আবেদনের দু’দিনের মধ্যেই সাহায্য পাওয়ায় খুশি রিপ্তিশ বলেন, আমার ভর্তির জন্য সাড়ে ১২ হাজার টাকা লাগত। কিন্তু আমি অত টাকা জোগাড় করতে পারিনি। ৭ হাজার টাকা কম পড়ছিল। কৈলাস মিশ্র পুরো টাকাটাই আমাদের দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।