হিন্দু রাষ্ট্র, অভিন্ন দেওয়ানি বিধি, ধাপ্পা ছাড়া কিছুই নয়, বললেন অমর্ত্য

হিন্দু রাষ্ট্র, ইউনিফর্ম সিভিল কোড দেশের সমস‍্যার সমাধান নয়। এই আশঙ্কা প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত‍্য সেন

Must read

সংবাদদাতা, শান্তিনিকেতন : হিন্দু রাষ্ট্র, ইউনিফর্ম সিভিল কোড দেশের সমস‍্যার সমাধান নয়। এই আশঙ্কা প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত‍্য সেন। বর্তমানে শান্তিনিকেতনের প্রতীচীতে আছেন। বিজেপি সরকারের ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধিকে আক্রমণ করেন তিনি।

আরও পড়ুন-অভিষেকের অর্থসাহায্য

তিনি বলেন, হাজার বছর ধরে ইউনিফর্ম সিভিল কোড ছাড়া আমরা রয়েছি এবং থাকতেও পারি। আসলে ইউনিফর্ম সিভিল কোডের মধ‍্যে ধাপ্পা আছে। এদিন তিনি বিশ্বভারতী নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, তেমনই দেশ নিয়ে তাঁর মতামত প্রকাশ করেন। পাশাপাশি, ইউনিফর্ম সিভিল কোড, যা নিয়ে দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে, সেই বিল প্রসঙ্গে তিনি বলেন, হিন্দু রাষ্ট্রের সঙ্গে এর যোগ নিশ্চয়ই আছে। হিন্দু রাষ্ট্র হলে কিছু পথ বন্ধ হবে। আবার কিছু প্রশস্ত হবে। এটা বড় করে ভাবা দরকার। আমি মনে করি বিশ্বের দরবারে হিন্দু রাষ্ট্র ভারতের একমাত্র এগোবার উপায় নয়। বরং হিন্দু ধর্মকে ব‍্যবহার করা। যা অপব‍্যবহারই বলা চলে। ভারতবর্ষকে ভাগ করার অনেক উপায় আমরা খুঁজে পাই। তার মধ‍্যে হিন্দু, মুসলমান, ধনী-দরিদ্র আছে। এক জাতি বললেই, সমস‍্যার সমাধান হবে না। আমাদের মধ‍্যে যে বিভক্ততা আছে, সেই পার্থক্য কমাতে হবে।

Latest article