নিউটাউন থানায় এফআইআর অভিযোগকারিণীর

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ নওশাদের বিরুদ্ধে

Must read

প্রতিবেদন : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। অভিযুক্ত রাজ্যের একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। অভিযোগ জানিয়ে বুধবার নিউটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক তরুণী। অভিযোগ সামনে আসতেই শোরগোল রাজ্য রাজনীতিতে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিন অভিযোগকারিণীকে সঙ্গে করে থানায় নিয়ে আসেন বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তরুণী তাঁর বয়ানে জানিয়েছেন, তিনি একটি রাজনৈতিক দলের কর্মী ও নানা সামাজিক কাজের সঙ্গেও যুক্ত। বছর দুয়েক আগে ফুরফুরা শরিফে তাঁর সঙ্গে নওশাদের পরিচয় হয়। ভদ্র ও অমায়িক ব্যবহার দিয়ে নওশাদ (Naushad Siddiqui) ধীরে ধীরে তাঁর বিশ্বাস ও ভরসা অর্জন করেন। তাঁদের মধ্যে নিয়মিত যোগাযোগ গড়ে ওঠে। ঘনিষ্ঠতা বাড়লে তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে নিয়মিত সহবাসও করেন নওশাদ। কিন্তু নওশাদের আসল চেহারাটা তিনি বুঝতে পারেননি। অভিযোগ, বছর দেড়েক আগে কাজের সূত্রে তিনি কলকাতায় আসেন। তখন নওশাদ তাঁকে বউবাজার স্ট্রিটে তাঁর অফিসে আসতে বলেন। সেখানে কথাবার্তা বলার ফাঁকে হঠাৎই নওশাদের কুৎসিত রূপ বেরিয়ে আসে। অভিযোগ, একা পেয়ে তাঁকে ধর্ষণ করার চেষ্টা করেন আইএসএফ বিধায়ক। গোটা ঘটনা জানিয়ে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন তিনি। সুবিচারের পাশাপাশি নওশাদের কড়া শাস্তির দাবি করেছেন ওই তরুণী। এদিন থানায় আগাগোড়া তাঁর সঙ্গে ছিলেন সব্যসাচী দত্ত। তিনি বলেন, কিছুদিন ধরেই তরুণী নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে অভিযোগ করছিলেন। আমরা চাই, অভিযোগ সত্যি কি না তার তদন্ত হোক।

আরও পড়ুন- মধ্যপ্রদেশের বর্বরতা নিয়ে ক্ষোভে ফুঁসছে বাংলার মানুষ

Latest article