হেলিকপ্টার থেকে লাফিয়ে নামতে গিয়ে আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) দুপুরে এসএসকেএম হাসপাতালে এসেছেন। তাঁর পায়ে অস্ত্রোপচার হতে পারে। এসএসকেএমে আসার পর তাঁকে ইউসিএম ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর সিটি স্ক্যান হওয়ার কথা। কিছুক্ষণ বাদে ইউসিএম ভবন থেকে তাঁকে বেরোতে দেখা যায়। বেরনোর সময় উপস্থিত এক রোগীর সঙ্গে কথাও বলেন তিনি। তার পর গাড়িতে চেপে উডবার্ন ব্লকের দিকে রওনা হন।
আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচন: শনিবার কর্মীদের সবেতন ছুটি ঘোষণা
এদিন দুপুর পৌনে দু’টো নাগাদ কালীঘাটের (Kalighat) বাড়ি থেকে এসএসকেএম হাসপাতালের উদ্দেশে রওনা হন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। ঠিক দু’টো নাগাদ পৌঁছন হাসপাতালে (SSKM hospital)। হাসপাতাল চত্বরে কিছুটা খুঁড়িয়েই হাঁটতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।