পঞ্চায়েত নির্বাচন: শনিবার কর্মীদের সবেতন ছুটি ঘোষণা

Must read

আগামী শনিবার, ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023)। সাধারণ মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই দিকে কড়া নজর দিয়েছে রাজ্য সরকার। আগামী শনিবার রাজ্যের ২২টি জেলার যে সব এলাকায় পঞ্চায়েত নির্বাচন হবে, সেই সকল এলাকায় রাজ্য সরকারের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য সরকারি দোকান, কলকারখানা-সহ বিভিন্ন বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানে ছুটি থাকবে। এই মর্মে রাজ্য নির্বাচন কমিশনের (West Bengal State Election Commission) তরফে ২২টি জেলার জেলাশাসকের কাছে নোটিশ পাঠানো হয়।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের দিন রাজ্যজুড়ে ভারী বৃষ্টি

পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) দিন ছুটির বিষয়টি নিয়ে রাজ্যের শ্রম দফতর আগেই বিজ্ঞপ্তি জারি করেছিল। এবার সবেতন ছুটি মঞ্জুর করল রাজ্যের অর্থ দফতর। তবে শুধু রাজ্য সরকারি কর্মীরাই নন, চুক্তিভিত্তিক কর্মচারীদের পাশাপাশি বেসরকারি কর্মচারীরাও সবেতন ছুটি পাবেন বলে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনেকেই আছেন যারা ছুটি নিলে টাকা কাটা যাবে এই ভেবে ভোট দিতে যান না। তাই সকলকে ভোটদানে উৎসাহিত করতেই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

Latest article