মণিপুর নিয়ে আলোচনায় নারাজ কেন্দ্র, সংসদীয়, কমিটির বৈঠক বয়কট তৃণমূল-সহ বিরোধীদের

অগ্নিগর্ভ মণিপুরের পরিস্থিতি নিয়ে সংসদের স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটিতেও কোনওরকম আলোচনায় নারাজ মোদি সরকার।

Must read

প্রতিবেদন : অগ্নিগর্ভ মণিপুরের পরিস্থিতি নিয়ে সংসদের স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটিতেও কোনওরকম আলোচনায় নারাজ মোদি সরকার। তৃণমূল কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল বারবার দাবি জানিয়েছিল, বৃহস্পতিবার সংসদের স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে মণিপুর নিয়ে আলোচনা করা হোক। কিন্তু স্ট্যান্ডিং কমিটির সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজলাল সেই দাবি খারিজ করে দেন।

আরও পড়ুন-সুজলাং সুফলাং শস্যশ্যামলাং পূর্ব বর্ধমান

ওই সিদ্ধান্তের জেরে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস সদস্যরা বৈঠক থেকে ওয়াক আউট করেন। বিরোধীদের আশঙ্কা, এর আগে যেমন আদানি ইস্যুতে সংসদের কোনও কক্ষেই আলোচনা করেনি মোদি সরকার, মণিপুর নিয়েও তারা তেমনটাই করবে। আসন্ন বাদল অধিবেশনে মোদি সরকার মণিপুর নিয়ে সংসদে আলোচনা করার কোনও সুযোগ দেবে না। তবে মণিপুর নিয়ে সরকারকে চাপ রাখতে এবং আলোচনায় বাধ্য করতে বিরোধীরাও ক্রমশ এককাট্টা হচ্ছে।

আরও পড়ুন-উন্নয়নে নজর কাড়ছে জলপাইগুড়ি জেলা

দু’মাসেরও বেশি সময় ধরে জ্বলছে মণিপুর। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গিয়েও পরিস্থিতির কোনও পরিবর্তন করতে পারেননি। উত্তর-পূর্বের এই পাহাড়ি রাজ্য থেকে প্রতিদিনই প্রাণহানি ও অগ্নিসংযোগের খবর আসছে। কিন্তু তারপরেও প্রধানমন্ত্রীকে মণিপুর নিয়ে একটি শব্দও খরচ করতে দেখা যায়নি। অবিজেপি শাসিত রাজ্যে সামান্য কোনও কারণ ঘটলেই পৌঁছে যায় কেন্দ্রীয় প্রতিনিধি দল। কিন্তু মণিপুরের ক্ষেত্রে সেটাও হয়নি।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতেই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন মণিপুর নিয়ে আলোচনার দাবি জানান। তাঁকে সমর্থন করেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং।

আরও পড়ুন-খরাক্লিষ্ট পুরুলিয়া জেলা এখন সজল আর গতিময়

ওই বৈঠকে ডেরেক বলেন, মণিপুরের অবস্থা ভয়াবহ। আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। মুখ্যমন্ত্রী বীরেন সিং নিজেই জানেন না রাজ্যের কোথায় কী হচ্ছে। ব্যর্থতার কারণে বিজেপিরই একাধিক বিধায়ক মুখ্যমন্ত্রীকে সরানোর দাবি তুলেছেন। মণিপুরের বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রকের আওতাতেই পড়ে। তাই আগে মণিপুর নিয়ে আলোচনা হোক। ডেরেকের কথায় ব্রিজলাল তীব্র আপত্তি তুলে জানান, এই বৈঠকের আলোচ্যসূচিতে নেই মণিপুর। বৈঠকে দেশের বিভিন্ন রাজ্যের কারাগারগুলির অবস্থা নিয়ে আলোচনা হবে। এভাবেই মণিপুর নিয়ে আলোচনা এড়িয়ে যান বিজেপি সাংসদ। বিরোধীরা পাল্টা বলেন, কোনও জরুরি বিষয় আলোচনার ক্ষেত্রে বিষয়টি আলোচ্যসূচিতে থাকা না থাকাটা কোনও বড় কথা নয়। বিষয়ের গুরুত্ব বিচার করে আলোচনা প্রয়োজন।

আরও পড়ুন-ধোনিদের সেই জয়ের পুনরাবৃত্তি চান ঝুলন, শহরে বিশ্বকাপ

মণিপুর নিয়ে সরকার পক্ষ বিরোধীদের দাবি না মানায়, কার্যত বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন এবং কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিং ও প্রদীপ ভট্টাচার্য ওই বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন।
সূত্রের খবর, মোদি সরকার যতদিন পর্যন্ত না মণিপুর নিয়ে আলোচনায় রাজি হচ্ছে ততদিন ওই কমিটির কোনও বৈঠকেই বিরোধীরা যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে ব্রিজলালকে চিঠিও দেওয়া হয়েছে।

Latest article