প্রতিবেদন : ভারতীয় ক্রিকেটের টালমাটাল পরিস্থিতিতে নেতৃত্বের ব্যাটন হাতে নিয়েছিলেন তিনি। ভারতীয় ক্রিকেটের মুখ বদলে দিয়েছিলেন বেহালার বিখ্যাত বাঁ-হাতি ব্যাটসম্যান। শনিবার ৮ জুলাই ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৫১তম জন্মদিন। শুক্রবার মধ্যরাতে বাড়িতেই কেক কাটেন সৌরভ। পাশে ছিলেন স্ত্রী ডোনা, মেয়ে সানা ও মা নিরুপা গঙ্গোপাধ্যায়। শনিবার দিনভর শুভেচ্ছার ঢল। শচীন তেন্ডুলকর, বীরেন্দ্র শেহবাগ, যুবরাজ সিংরা দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
আরও পড়ুন-বিরোধীরাও জানালেন, হুগলিতে ভোট হল নির্বিঘ্নে, সৌজন্যের নজির তৃণমূলের
বিশেষ দিনে বিশেষ ঘোষণা করার কথা জানিয়েছিলেন। অনুরাগীদের জল্পনার মধ্যেই মহারাজের ঘোষণা, তিনি শিক্ষামূলক একটি অ্যাপ চালু করলেন। শিক্ষকের ভূমিকায় তিনি নিজেই থাকছেন। অ্যাপটির নাম ‘সৌরভ গঙ্গোপাধ্যায় মাস্টারক্লাস’। নিজের ক্রিকেট জীবনের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার লক্ষ্যেই এই অ্যাপ আনলেন ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। সব থেকে বড় ব্যাপার, এই অ্যাপ থেকে যে আয় হবে তা দুঃস্থদের শিক্ষার জন্য দান করা হবে। পাশাপাশি, ক্রিকেট নিয়ে একটি সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছেন, রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মার উপর তাঁর আস্থা আছে তাঁরা ঠিক ভারতের আইসিসি ট্রফি জয়ের খরা কাটাবে।
আরও পড়ুন-বগটুইয়ে ভোট উৎসব হল নির্বিঘ্নে, শান্তিতে
সৌরভ বলেছেন, ‘‘চাপ নিয়েই খেলতে হয়। চাপ একজন খেলোয়াড়ের উপর যেমন থাকে, দলের উপরও থাকে। রোহিত শেষ বিশ্বকাপে পাঁচটা সেঞ্চুরি করেছিল। চাপ তখনও ছিল। রাহুল দ্রাবিড়ও চাপ নিয়ে ক্রিকেট খেলেছে। তাই আইসিসি টুর্নামেন্টে চাপ থাকা বা না থাকাটা বিষয় নয়।’’ যোগ করেন, ‘‘রোহিত অধিনায়ক হিসেবে পাঁচটা আইপিএল জিতেছে, এটা সহজ ব্যাপার নয়। আশা করি, ওর নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিতবে।’’
এদিকে, সৌরভের নতুন অ্যাপটির মাধ্যমে কী শেখানো হবে শিক্ষার্থীদের? কেরিয়ারে উত্থান-পতনের অভিজ্ঞতা থেকে তাঁর অধিনায়ক হয়ে ওঠার কাহিনি সকলের সঙ্গে ভাগ করে নেবেন সৌরভ। অ্যাপটিতে ছ’টি ভিডিও রয়েছে। আপাতত বাংলা ও ইংরেজি দু’টি ভাষাতে একটি করে কোর্স রয়েছে।