বগটুইয়ে ভোট উৎসব হল নির্বিঘ্নে, শান্তিতে

শনিবার দেখা গেল নারী-পুরুষ নির্বিশেষে ভোটের লাইনে দাঁড়িয়ে ত্রিস্তর পঞ্চায়েত প্রক্রিয়ায় শামিল হয়েছেন। কোথাও নেই বোমা-গুলি বা আতঙ্কের ছাপ

Must read

সংবাদদাতা, রামপুরহাট : বাঙালির ভোট উৎসবের দিনে বগটুই গ্রাম দেখলে বোঝার উপায় নেই মাস তিনেক আগে এখানে গন্ডগোল হয়েছিল। শনিবার দেখা গেল নারী-পুরুষ নির্বিশেষে ভোটের লাইনে দাঁড়িয়ে ত্রিস্তর পঞ্চায়েত প্রক্রিয়ায় শামিল হয়েছেন। কোথাও নেই বোমা-গুলি বা আতঙ্কের ছাপ। যেন ভোট উৎসবের মৌতাত উপভোগ করছেন ভোটাররা। বগটুই পশ্চিমপাড়ার দুটি বুথে বৃষ্টির মধ‍্যেও যথারীতি মানুষের ভিড়।

আরও পড়ুন-গঙ্গারামপুরে বহিরাগত এনেও বুথ দখল হল না বিজেপির

পূর্বপাড়ায় মসজিদের কাছে বুথে হাসিখুশি মেজাজে ভোটারদের দেখা গেল। সেখানে সফিকুল আলমকে জিজ্ঞেস করতেই জানালেন, এখানে সব দলের প্রার্থী একসঙ্গে বসে চা খাই। কোনও অশান্তি নেই। পূর্বপাড়ার ভোটার মিহিলাল শেখ। তাঁর দলের মনোনীত বিজেপি প্রার্থী মেরিনা বিবি। এদিন তিনি বলেন, শান্তিপূর্ণ ভোট হচ্ছে। বেশিরভাগ দুষ্কৃতী জেল হেফাজতে। তাই এখানে কোনও অশান্তি নেই। বগটুই গ্রামে তিনটি সংসদের মধ‍্যে পূর্বপাড়ায় একটি, উত্তর-পশ্চিমে একটি এবং পশ্চিমে দুটি আসন।

আরও পড়ুন-ভোটে নজর কাড়ল মহিলাদের পিঙ্ক বুথ

পশ্চিমের সাত ও আট সংসদে ত‍ৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছেন। নয় সংসদে নির্বাচন হবে। সাত নং সংসদের নুরে আলম এবং আটের লক্ষ্মী বিবি জিতে গিয়েছেন। বগটুই মডেল ঘোষণার পর কেউ দাঁড়াতে রাজি হননি। তবে নয় সংসদে নির্বাচন হবে। নয়ে তৃণমূলের নাজিমুল হক সিপিএম প্রার্থীর সঙ্গে ভোটের প্রতিদ্বন্দ্বিতা করলেন। পূর্ব বগটুইয়ে নিহত তৃণমূল উপপ্রধান ভাদু শেখের আসনে এবার তৃণমূল প্রার্থী রুবিনা শেখ। সেখানে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে রাম-বাম-শ্যামের জোট প্রার্থী।

Latest article