গঙ্গারামপুরে বহিরাগত এনেও বুথ দখল হল না বিজেপির

শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ঠ্যাঙাপাড়া এলাকার ১৮৮ নং বুথ এলাকায় চলছিল শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ।

Must read

সংবাদদাতা, বালুরঘাট : পায়ের তলা থেকে মাটি সরছে বিজেপির। মানুষ সঙ্গে নেই বিজেপির। মানুষের প্রতিরোধে পঞ্চায়েত ভোটের দিন নিরীহ আদিবাসী ও দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বুথ দখলের চেষ্টা ব্যর্থ। শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ঠ্যাঙাপাড়া এলাকার ১৮৮ নং বুথ এলাকায় চলছিল শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ।

আরও পড়ুন-ভোটে নজর কাড়ল মহিলাদের পিঙ্ক বুথ

এদিন দুপুরে হঠাৎ সুকান্ত মজুমদার উপস্থিত হন ঠ্যাঙাপাড়া বুথ এলাকায়। এরপর ঘটনাস্থলে ২টি গাড়িতে চেপে তির-ধনুক নিয়ে আদিবাসীরা উপস্থিত হয়। যার পরেই উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। সুকান্ত মজুমদার-কে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান শুরু হয়। অস্ত্র-সহ দুষ্কৃতীদের গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত তৃণমূল কর্মী-সমর্থকরা। ঘটনায় একজন তৃণমূল কর্মী আহত হন। মেজাজ হারান সুকান্ত মজুমদার। এরপর সুকান্ত মজুমদার ঘটনাস্থল থেকে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনাস্থলে উপস্থিত দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা ৪ নং জেলা পরিষদ আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মৃণাল সরকারের অভিযোগ, ঠ্যাঙাপাড়া বুথে শান্তিপূর্ণ ভোট হচ্ছিল, দুটি গাড়ি করে লোক তির-ধনুক নিয়ে এসে ঠ্যাঙাপাড়া বুথে ঢোকার চেষ্টা করছিল।

আরও পড়ুন-১০৪ বছর বয়সেও গণতন্ত্রের একনিষ্ঠ পূজারি

তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে আদিবাসীদের নিয়ে বুথ দখলের চেষ্টা করেছিলেন সুকান্ত মজুমদার, এখানে কোনও আদিবাসী ভোটার নেই, আজকে মানুষ প্রতিরোধ করেছে। রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা অর্পিতা ঘোষের অভিযোগ, সুকান্ত মজুমদার সারা দক্ষিণ দিনাজপুর জেলাতেই তাই করছেন। উনি বুথে বুথে ঢুকে পড়ছেন। আসলে উনি বুঝতে পেরেছেন যে বিজেপি হেরে যাবে। তাই উনি নিরীহ আদিবাসীদের নিয়ে গুন্ডামি করার চেষ্টা করছেন।

Latest article