ভোটে নজর কাড়ল মহিলাদের পিঙ্ক বুথ

যে বুথে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে অন্য ভোটকর্মীরা সবাই মহিলা। এমনকী বুথের নিরাপত্তার দায়িত্বেও ছিলেন মহিলা পুলিশকর্মীরা।

Must read

প্রতিবেদন : ভোটের ময়দানেও এবার অন্যতম আকর্ষণ বাংলার নারীশক্তি। শনিবার জেলায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মহিলা দ্বারা পরিচালিত বিশেষ বুথ তৈরি হয়েছে রাজ্য জুড়েই। যে বুথে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে অন্য ভোটকর্মীরা সবাই মহিলা। এমনকী বুথের নিরাপত্তার দায়িত্বেও ছিলেন মহিলা পুলিশকর্মীরা।

আরও পড়ুন-১০৪ বছর বয়সেও গণতন্ত্রের একনিষ্ঠ পূজারি

বীরভূম জেলায় এরকম ১৯০টি বুথ ছিল সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত। এগুলির নাম দেওয়া হয় পিঙ্ক বুথ। প্রতি ব্লকে ১০টি করে ছিল এরকম পিঙ্ক বুথ। পিঙ্ক বুথে সমস্ত দায়িত্ব সামলালেন মহিলারাই। তাঁদের হাতে বুথ পরিচালনার যাবতীয় দায়িত্ব থাকায় নবীন-প্রবীণ ভোটকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনাও ছিল তুঙ্গে। এবারের ভোটে মহিলাদের পরিচালনায় এই ধরনের সম্পূর্ণ পৃথক ভোটকেন্দ্র এক নতুন আকর্ষণ হয়ে ওঠে। ভোটারদের নজর ছিল সেই দিকেই।

Latest article