সংবাদদাতা, ডায়মন্ড হারবার : গণতন্ত্রের অধিকার রুখতে বিরোধীদের হাজারো চেষ্টা, চক্রান্ত। কিন্তু তারপরেও উৎসবের মেজাজে ভোট হল দক্ষিণ ২৪ পরগনা জুড়ে। তবে এরমধ্যে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ গেল এক তৃণমূল কর্মীর। নিহত আনিসুর ওস্তাগর (৫০) বাসন্তীর ফুলমালঞ্চের বাসিন্দা। তাঁকে দুষ্কৃতীরা ঘিরে ধরে বোমা ও গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন-স্ট্রংরুমে ব্যালট বাক্স, শুরু গণনার প্রস্তুতি, জেলায় জেলায় রাত পর্যন্ত ভোট
ভাঙড়, কুলতলি, মথুরাপুরে বিক্ষিপ্ত অশান্তি পাকানোর চেষ্টা করে বিরোধীরা। দিনের শেষে নির্বিঘ্নে শেষ হল ভোট। এদিন ভোর রাত থেকে জেলাজুড়ে বৃষ্টি শুরু হয়েছিল। সকাল থেকে আকাশ কালো মেঘে ছেয়েছিল। সঙ্গে মাঝারি বৃষ্টিপাতও শুরু হয়। মানুষ বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় লাইনে দাঁড়িয়ে ভোট দেন। মানুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও ছিলেন। জেলার প্রান্তিক দ্বীপ গোসাবা, বাসন্তী থেকে শুরু করে কুলতলি, সাগর, পাথরপ্রতিমাতে একই চিত্র দেখা গিয়েছে।
আরও পড়ুন-অগ্নিগর্ভ মণিপুরে ২৪ ঘণ্টায় এক পুলিশ কর্মী-সহ মৃত ৪
এই জেলার পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির মোট আসনের ২৬ শতাংশ আগেই জিতে গিয়েছিল তৃণমূল কংগ্রেস। জেলা পরিষদের ৮৫ আসনের ৮টিতে আগেই জয় পেয়ে যায় তৃণমূল কংগ্রেস। জেলা নেতৃত্বের ধারণা, এই জেলায় বিরোধীরা খাতা খুলতে পারবে না।