বহিরাগতদের দিয়ে অশান্তির চেষ্টা ব্যর্থ পূর্ব মেদিনীপুর জেলায় ভোট শান্তিতেই

কোলাঘাট থেকে দিঘা, নন্দীগ্রাম থেকে পাঁশকুড়া প্রায় সব জায়গায় সকাল থেকেই উৎসবের মেজাজে হওয়া ভোটে কিছুটা ব্যাঘাত ঘটিয়েছে বৃষ্টি

Must read

সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর : নন্দীগ্রাম-সহ গোটা পূর্ব মেদিনীপুর জেলায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হল। বহিরাগতদের এনে হাজার চেষ্টা করেও নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুরে গদ্দার অধিকারীর অশান্তির চেষ্টা ব্যর্থ করলেন জেলার সাধারণ মানুষ। দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া, ভোটপর্ব নির্বিঘ্নেই শেষ হওয়ায় জেলাবাসীকে অভিনন্দন জানিয়েছে জেলা তৃণমূল।

আরও পড়ুন-বিরোধীদের চক্রান্ত ব্যর্থ করেই নির্বিঘ্নে ভোট

নিশ্চিত পরাজয় জেনে ভোট শেষ হওয়ার আগেই হতাশ লোডশেডিং অধিকারী কর্মী-সমর্থকদের ব্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়ার নিদান দিয়েছেন বলে তৃণমূলের অভিযোগ। মন্ত্রী অখিল গিরি বলেন, বিজেপি ভোটের দিন সকাল থেকেই বহু জায়গায় অশান্তির ফাঁদ পেতেছিল। আমাদের কর্মী-সমর্থকেরা পা দেয়নি। ব্যালট বাক্স পুকুরে ফেলে দিতে বলা, কোনও গণতন্ত্রপ্রিয় সুস্থ মস্তিষ্কের নেতার কথা হতে পারে না। ওঁর আরও এক দায়িত্বজ্ঞানহীন মন্তব্য, ‘চলো কালীঘাট, ইটগুলো খুলে নিয়ে আসি’, প্রসঙ্গে জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি উত্তম বারিক বলেন, জোকারের মতো কথা বলছেন বিরোধী দলনেতা। তাঁর কথা শুনে বিজেপির কর্মীরাও এখন হাসাহাসি করে।

আরও পড়ুন-স্ট্রংরুমে ব্যালট বাক্স, শুরু গণনার প্রস্তুতি, জেলায় জেলায় রাত পর্যন্ত ভোট

কোলাঘাট থেকে দিঘা, নন্দীগ্রাম থেকে পাঁশকুড়া প্রায় সব জায়গায় সকাল থেকেই উৎসবের মেজাজে হওয়া ভোটে কিছুটা ব্যাঘাত ঘটিয়েছে বৃষ্টি। তাকে উপেক্ষা করেই লম্বা লাইন পড়েছে। দুপুরের পর বৃষ্টি সেভাবে না হওয়ায়, ভোটাররা খোশমেজাজে ভোট দেন। কাঁথি ৩ ব্লকের লাউদা গ্রাম পঞ্চায়েতের লাউদা বুথে দেখা গেল গ্রামসভায় তৃণমূল প্রার্থী সৌমেন জানা, বিজেপির সৌম্য জানা ও সিপিএমের অর্জুন করন নিজেদের সমর্থকদের নিয়ে কার্যত একসঙ্গে ঘুরছেন। পাশাপাশি দাঁড়িয়ে মিডিয়াকে বাইটও দিলেন। জানালেন, এখানে কোনও অশান্তি নেই। গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে এ এক নিদর্শন।

Latest article