বিজেপির মিথ্যাকে প্রকাশ্যে নিয়ে এলেন দেবাংশু

শনিবার সকালে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি ভুয়ো ভিডিও ট্যুইট করে দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারের ঘটনা।

Must read

সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ ও ফেক ভিডিও ছড়িয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা ও বদনাম ছড়ানোর চেষ্টা। শনিবার সকালে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি ভুয়ো ভিডিও ট্যুইট করে দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারের ঘটনা।

আরও পড়ুন-বহিরাগতদের দিয়ে অশান্তির চেষ্টা ব্যর্থ পূর্ব মেদিনীপুর জেলায় ভোট শান্তিতেই

এরপরই মালব্যকে ট্যুইটারে পাল্টা দেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। মালব্যকে পালটা দিয়ে দেবাংশু বলেন, উনি যে নেতড় গ্রাম পঞ্চায়েতের উল্লেখ করেছেন, তা ডায়মন্ড হারবার সংসদীয় কেন্দ্রের মধ্যেই পড়ে না। একজন ফেক নিউজ বিশেষজ্ঞ হিসেবে তিনি তাঁর কাজ চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের দিনও তিনি খাঁচায় ভরা তোতাপাখির মতো কথা বলছেন।

Latest article