২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে (WB Panchayat Election 2023) ভোট দানের হার বাড়ল। শনিবার বিকেল ৫টায় ভোট গ্রহণের নির্ধারিত সময় পর্যন্ত ভোট পড়েছিল ৬৬.২৮ শতাংশ। কিন্তু তারপরও আরও ১৫ শতাংশের মতো পড়ল ব্যালট বাক্সে। অর্থাৎ সব জেলা মিলিয়ে পঞ্চায়েতের মোট ভোটের পরিসংখ্যান দাঁড়াল ৮০.৭১ শতাংশে। ভোটদানের এই বিপুল হার বিরোধী রাজনৈতিক দল এবং সংবাদ মাধ্যমের একাংশের সার্বিক সন্ত্রাসের অভিযোগকে আরও ফিকে করে দিল বলে মনে করা হচ্ছে।
রাজ্য নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী ২০২৩ সালের (WB Panchayat Election 2023) পঞ্চায়েত নির্বাচনে সার্বিকভাবে ভোট শেষ হয় বিকেল পাঁচটায়। কিন্তু, সেইসময় যাঁরা লাইনে ছিলেন, যাঁদের হাতে স্লিপ ছিল, নিয়ম অনুযায়ী তাঁদের ভোট দেওয়ার সুযোগ দিতে হয়। সেই পরিসংখ্যান ধরলে দেখা যাচ্ছে, শনিবার বিকেল পাঁচটার পর ভোট পড়েছে আরও প্রায় ১৫ শতাংশ!
আরও পড়ুন: চাকুলিয়ায় কেন্দ্রীয় বাহিনীর গুলি লাগল ভোটারের শরীরে
চূড়ান্ত হিসেবে দেখা যাচ্ছে, সবচেয়ে ভোট বেশি পড়েছে পূর্ব মেদিনীপুরে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে ভোট পড়েছে ৮৪.৭৯ শতাংশ। ভোটের হারে দ্বিতীয় স্থানে রয়েছে বীরভূম। সেখানে মোট ভোটের হার ৮৩.১৮ শতাংশ।বীরভূমের পরই বেশি ভোট পড়েছে সামান্য পিছিয়ে বাঁকুড়া। সেখানে ভোটের হার বাঁকুড়া: ৮৩.০৫ শতাংশ।পাশাপাশি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এবার সবচেয়ে কম ভোট পড়েছে পশ্চিম বর্ধমানে। সেখানে ভোটের হার ৭২.৫১ শতাংশ। উল্লেখ্য, ২০১৮ সালে শতাংশের হারে মোট ভোট পড়েছিল ৮২.২৯। দেখাই যাচ্ছে, ২০১৮ থেকে এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রায় ২ শতাংশ কম ভোট পড়েছে। এই বিপুল ভোট কোন পক্ষের হাত শক্ত করবে তার জবাব মিলবে মঙ্গলবার ব্যালট বাক্স খোলার পর।