চাকুলিয়ায় কেন্দ্রীয় বাহিনীর গুলি লাগল ভোটারের শরীরে

কিন্তু সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে বিহারের পূর্ণিয়াতে নিয়ে গিয়েছে চিকিৎসার জন্য।

Must read

শাসক–বিরোধীর পঞ্চায়েত নির্বাচন (Panchayat election) নিয়ে অভিযোগ থাকলেও ২০২৩ সালের নির্বাচনে ১৫টি প্রাণ গিয়েছে। আগে যদিও এই সংখ্যাটা আরও বেশি থাকত। তবে দেখা গেল শাসক–বিরোধী দু’‌পক্ষের কেন্দ্রীয় বাহিনী (central force) নিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করেছেন। এই আবহ কেন্দ্রীয় বাহিনীর গুলি লাগল এক ভোটারের শরীরে। চাকুলিয়ায় ভোটারের গুলিবিদ্ধ হওয়ার খবরে চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে এলাকায়। শনিবারের পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী‌ চাপড়া ও নাকাশিপাড়া ব্লকে বুথ কেন্দ্রে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়।

আরও পড়ুন-পাহাড়ে জারি হল লাল সতর্কতা, ভাসবে বাংলা সহ এই রাজ্যগুলি

আজ, রবিবার সকাল থেকে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় কেন্দ্রীয় বাহিনীর এই কাজে বেশ অসন্তোষ প্রকাশ করছে স্থানীয়রা। একুশের বিধানসভা নির্বাচনে শীতলকুচির স্মৃতি চোখের সামনে আসছে বলেই মনে করা হচ্ছে । নির্বাচনের দিন সাধারণ ভোটার থেকে শুরু করে শাসকদলের নেতাদের একটাই প্রশ্ন, কোথায় গেল কেন্দ্রীয় বাহিনী? যদিও কেন্দ্রীয় বাহিনীকে বিরোধীদের অভিযোগ, ‘নিষ্ক্রিয়’ করে রাখা হয়। কিন্তু এবার সেই কেন্দ্রীয় বাহিনীর গুলিতেই চাকুলিয়া বিধানসভার অন্তর্গত গোয়ালপুকুর থানা এলাকার এক যুবক ভোটার গুলিবিদ্ধ হয়েছেন।

আরও পড়ুন-আমেরিকায় অবতরণের আগেই ভেঙে পড়ল বিমান,মৃত ৬

অন্যদিকে চাপড়া থানার হাতিশালা–১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়পাড়া ও নাকাশিপাড়ার হরনগর গ্রাম পঞ্চায়েতে মালুমগাছায় কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছে বলে অভিযোগ। যদিও সেখানে হতাহতের কোনও খবর নেই। চাকুলিয়ায় যে গুলি কেন্দ্রীয় বাহিনী চালিয়েছে তাতে এক যুবক মারাত্মক পরিমান জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। যুবকের নাম মহম্মদ হাসিবুল। গোয়ালপোখর থানার অন্তর্গত ঢুমাগরের ২৫ নম্বর বুথে ভোট দিতে যান তিনি। সেই সময় গুলিতে মারাত্মক জখম হয়েছে সে। এই অবস্থায় যুবককে প্রাথমিকভাবে কিশানগঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে বিহারের পূর্ণিয়াতে নিয়ে গিয়েছে চিকিৎসার জন্য।

Latest article