পাহাড়ে জারি হল লাল সতর্কতা, ভাসবে বাংলা সহ এই রাজ্যগুলি

হিমাচল প্রদেশে লাল সতর্কতা জারি করা হয়েছে। সিমলা, সিরমৌর, লাহুল-স্পিতি, চাম্বা ও সোলানে হড়পা বান ও ধস নেমেছে।

Must read

সকাল থেকেই বেশকিছু জায়গায় আকাশের মুখ ভার। যেকোনও মুহূর্তেই আসবে বৃষ্টি\(rain)। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হবে গোটা দেশজুড়ে। উত্তর-পশ্চিম ভারতে(North Western India) ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি রাজ্যে হলুদ, কমলা ও লাল সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে।

আরও পড়ুন-আমেরিকায় অবতরণের আগেই ভেঙে পড়ল বিমান,মৃত ৬

শনিবারই মৌসম ভবনের তরফে জানানো হয়, আগামী পাঁচদিন পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী সিকিম, অসম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মধ্য় ভারতে কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন-মাননীয় পদ্মপাল! আপনার অতি-সক্রিয়তা অসাংবিধানিক ও অশুভ

আগামী তিন থেকে পাঁচদিন দিল্লি, হিমাচল প্রদেশ, হরিয়ানা, পঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, ও জম্মু-কাশ্মীরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেরল ও কর্নাটকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে । কোঝিকোড়, ওয়েনাড, কন্নুর ও কাসারাগড়ে আগামী তিনদিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে।

আরও পড়ুন-পাল্টে যাচ্ছে বন্দেভারতের রং, কেন গেরুয়া

হিমাচল প্রদেশে লাল সতর্কতা জারি করা হয়েছে। সিমলা, সিরমৌর, লাহুল-স্পিতি, চাম্বা ও সোলানে হড়পা বান ও ধস নেমেছে। খারাপ আবহাওয়ার ফলেই শনিবার থেকেই অমরনাথ যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে। কয়েক হাজার পর্যটক উপত্যকায় আটকে রয়েছেন বলে জানা গিয়েছে।

Latest article