পাল্টে যাচ্ছে বন্দেভারতের রং, কেন গেরুয়া

জন্মের পর থেকে রঙ সাদা। স্টেশনে এসে যখন থামে আম জনতা তাকিয়ে থাকে। কিন্তু এবার সেই বন্দে ভারতের (Vande Bharat) রঙ বদলে যাচ্ছে

Must read

জন্মের পর থেকে রঙ সাদা। স্টেশনে এসে যখন থামে আম জনতা তাকিয়ে থাকে। কিন্তু এবার সেই বন্দে ভারতের (Vande Bharat) রঙ বদলে যাচ্ছে । চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে নতুন রঙে তৈরি হচ্ছে এই ট্রেন। বন্দে ভারত ট্রেনের রঙ কমলা ও ডার্ক গ্রে রঙের হতে পারে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই নতুন রঙের বন্দে ভারতের তৈরী হওয়া ঘুরে দেখেছেন। তিনি সেখানকার কর্মী আধিকারিকদের সঙ্গে কথা বলেন। জানা যাচ্ছে ,বন্দে ভারতের রঙ পাল্টাচ্ছে। নতুন রঙ হচ্ছে কমলা, সাদা ও কালোর হালকা আমেজ।

আরও পড়ুন-এল না বাহিনী, এবার তবে দায় কার?

এই মুহূর্তে সেমি হাইস্পিড ওই ট্রেনের রং সাদা ও নীল। শনিবার কেন্দ্রীয় রেলমন্ত্রী চেন্নাইয়ের কারখানায় গিয়ে বন্দে ভারতের এই নতুন রং খতিয়ে দেখেন। তিনি নতুন রঙকে অনুমোদন করেছেন। ভারতে এখন ৫০টি বন্দে ভারত রয়েছে। সম্প্রতি আরও দুটি বন্দে ভারতের সূচনা হয়েছে। বন্দে ভারতের টিকিটের দামও কমছে। প্রায় ১৬০ কিমি প্রতি ঘণ্টায় চলে। ইদানিং বন্দে ভারতের মেনু নিয়ে নানা অভিযোগ উঠছে। নীল সাদা পুরোপুরি বাতিল হয়ে যাবে এমনটা যদিও জানানো হয়নি। সেই সঙ্গেই কমলা বা গেরুয়া রঙের ট্রেন ছুটবে দেশের রেললাইনে। তবে এর মধ্যে রাজনৈতিক রং মেশানো কিনা সেটা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

Latest article