লন্ডন, ৯ জুলাই : আটবারের চ্যাম্পিয়ন রজার ফেডেরারকে (Roger Federer) গত মঙ্গলবার রাজকীয় সংবর্ধনা দিয়েছিল উইম্বলডন কর্তৃপক্ষ। আর সেই অনুষ্ঠানেই বিতর্কে জড়ালেন সুইস কিংবদন্তি। ফেডেরারের বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্রিটিশ রাজপরিবারের নিয়ম ভেঙেছেন!
ফেডেরার সেন্টার কোর্টে পা রাখার আগেই সেখানে উপস্থিত ছিলেন প্রিন্সেস অফ ওয়েলস কেট মিডলটন। রয়্যাল বক্সে বসেছিলেন তিনি। ফেডেরার (Roger Federer) সেন্টার কোর্টে পা রাখার পর উঠে দাঁড়িয়ে হাততালি দিতে দেখা যায় প্রিন্সেস অফ ওয়েলসকে। ফেডেরার রয়্যাল বক্সে এসে কেটের পিঠে আলতো করে হাত রাখেন। আর সেটা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
ব্রিটিশ রাজপরিবারের নিয়ম অনুযায়ী, পরিবারের কোনও সদস্যের গায়ে বাইরের কেউ হাত রাখতে পারেন না। যদি না পরিবারের সদস্য নিজে থেকেই এগিয়ে যান। এক্ষেত্রে কেট নিজে থেকে এগিয়ে আসেননি। প্রশ্ন উঠছে, ফেডেরার কীভাবে আগেই একজন রাজপরিবারের সদস্যের শরীর স্পর্শ করলেন।
প্রসঙ্গত, কেটের সঙ্গে ফেডেরারের সম্পর্কটা বন্ধুত্বের। একটা সময় কেটকে টেনিস শিখিয়েছেন। দু’জনকে একসঙ্গে অনেকবারই কোর্টে দেখা গিয়েছে। কেটের স্বামী প্রিন্স অফ ওয়েলস উইলিয়ামসের সঙ্গেও ফেডেরারের খুব ভাল সম্পর্ক। সম্ভবত তাই রাজপরিবারের নিয়মের কথা সুইস কিংবদন্তির মাথায় ছিল না। যদিও কেট বা রাজপরিবারের পক্ষ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
আরও পড়ুন- হরমনের দাপটে ৭ উইকেটে জয়