আত্মঘাতী আইআইটি দিল্লির ছাত্র

Must read

প্রতিবেদন : হস্টেলের ঘর থেকে উদ্ধার হল দিল্লি আইআইটির (Delhi IIT) এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে পুলিশ (Police) ধারণা, শনিবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই যুবক। খবর দেওয়া হয়েছে ছাত্রের পরিবারকে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মৃত ছাত্রের নাম আয়ুষ আশনা। ২০ বছরের ওই যুবক উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাসিন্দা। চলতি বছরেই দিল্লি আইআইটি (Delhi IIT) থেকে বি-টেক পরীক্ষা দিয়েছিলেন। শনিবার গভীর রাতে হস্টেলের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। উল্লেখ্য, শনিবারই রাজস্থানের কোটায় আত্মঘাতী হয়েছেন আইআইটিতে ভর্তির জন্য প্রস্তুতি নেওয়া এক পড়ুয়া। ১৭ বছরের ওই ছাত্রের নাম বাহাদুর সিং। তাঁর বাড়ি উত্তরপ্রদেশের রামপুরে। মনোবিদরা মনে করছেন, উচ্চাশার কারণেই পড়ুয়াদের উপর প্রবল চাপ তৈরি হচ্ছে। চাপ সামলাতে না পেরে তাঁরা অবসাদে ভুগছেন। সে কারণেই পডুয়াদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে।

আরও পড়ুন- আদিবাসী তরুণ ও ভাইকে বেধড়ক প্রহার মধ্যপ্রদেশে

Latest article