অর্ডিন্যান্স নিয়ে ফের তরজায় আপ-কংগ্রেস

Must read

নয়াদিল্লি : সংসদের বাদল অধিবেশন শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এখনও পর্যন্ত দিল্লি সরকারের প্রশাসনিক ক্ষমতা খর্ব করতে আনা অর্ডিন্যান্স নিয়ে আম আদমি পার্টি এবং কংগ্রেসের (AAP- Congress) মধ্যে তরজা অব্যাহত। যদিও কংগ্রেস জানিয়েছে, আসন্ন বাদল অধিবেশনের আগে দলের সংসদীয় দলের বৈঠকেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আপের তরফে পাল্টা জানিয়ে দেওয়া হয়েছে, দিল্লি নিয়ে কেন্দ্রীয় সরকারের আনা অর্ডিন্যান্সের বিরোধিতা না করলে কংগ্রেসের সঙ্গে বিরোধী জোটে শামিল হওয়া তাদের পক্ষে সম্ভব নয়। আম আদমি পার্টির মুখপাত্র অক্ষয় মারাঠে সংবাদমাধ্যমে জানিয়েছেন, কংগ্রেসের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল সংসদের বাদল অধিবেশনের আগে দিল্লির অর্ডিন্যান্স নিয়ে একটা অবস্থান নেওয়া হবে। পাটনা বৈঠকেও একথা জানিয়েছিল তারা। এর পরিপ্রেক্ষিতে পাল্টা কংগ্রেস নেতা এবং মুখপাত্র উদিত রাজ বলেন, যদি আপ আগামী নির্বাচনে মোদি সরকারকে হঠাতে চায়, তাহলে তাদের বিরোধী দলগুলির হাত ধরতে হবে। রাহুল গান্ধীকে বরখাস্ত করা হয়েছে সাংসদ পদ থেকে, তামিলনাড়ুর মন্ত্রী সেন্থিল বালাজিকেও হেনস্তা করা হয়েছে। ফলে একাধিক ইস্যু রয়েছে। সবক্ষেত্রেই এভাবে আগে থেকে শর্ত দিয়ে চাপ তৈরি করলে কীভাবে হবে?

প্রসঙ্গত, ২০ জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। আপের বক্তব্য, আমাদের হাতে আর কিছুদিন সময় রয়েছে। আমরা কংগ্রেসের (AAP- Congress) অবস্থান জানার অপেক্ষায় রয়েছি এবং ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান আগের মতোই থাকবে। যদিও কংগ্রেসের তরফে এ ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই সূত্রের খবর। এই টানাপোড়েনের আবহেই ১৭ এবং ১৮ জুলাই বেঙ্গালুরুতে হতে চলেছে বিরোধী দলের বৈঠক।

আরও পড়ুন- তছরুপ আইনের আওতায় জিএসটি

Latest article