সংবাদদাতা, সিউড়ি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের কোল ব্লকের মধ্যে পড়ে ৫টি পঞ্চায়েত। তার মধ্যে ৩টিই থাকল তৃণমূলের দখলে। মহম্মদবাজার ব্লক তৃণমূল সভাপতি কালী বন্দ্যোপাধ্যায় বলেন, বিরোধীরা অনেক কুৎসা করেছেন। রাম-বাম-সহ অন্যান্য বিরোধীরা বাইরে থেকে লোক এনে এখানে মুখ্যমন্ত্রীর প্রকল্প আটকানোর কসুর কেউ করেনি। কিন্তু তবুও সিংহভাগ মানুষ দেউচা পাঁচামির পক্ষে রায় দিয়েছেন।
আরও পড়ুন-খনি অঞ্চলে সবুজঝড়ে উড়ে গেল বিরোধীরা
কোল ব্লকে দেউচা, পাঁচামি ভাঁড়কাটা, কাপিষ্টা, হিংলো ও রামপুর হল কমবেশি আদিবাসী অধ্যুষিত। ভাঁড়কাটায় একাই ২৩টি সংসদ। হিংলোয় ৪টি সংসদ। সর্বমোট ৪৯টি সংসদের মধ্যে ৩৬টি আদিবাসী এলাকা। দেউচায় ১০টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ৮টি আসন। বিজেপি পেয়েছে মাত্র ২টি। ভাড়কাঁটা পঞ্চায়েতের মধ্যে পাঁচামিতে মোট আসন ১৭। সেখানে তৃণমূল একাই পেয়েছে ১০। বামেরা পেয়েছে ৫, বিজেপি ১, নির্দল ১। একইভাবে কোল ব্লকের মধ্যে সেকেড্ডা পঞ্চায়েতের মোট আসন ২১। সেখানে তৃণমূল একাই ১৩টি আসন পেয়েছে। রাম-বাম জোট পেয়েছে ৮টি আসন।
আরও পড়ুন-ন্যাটোয় সুইডেনের যোগদানে কোনও আপত্তি নেই তুরস্কের
পুরাতন গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৭টি আসনের মধ্যে তৃণমূল ১১টি, বাম ৩টি এবং বিজেপি ২টি আসন পেয়েছে। কোল ব্লকের হিংলো পঞ্চায়েতেও তৃণমূল ভাল ফল করে মোট ৮টি আসনের মধ্যে ৭টিতেই জয়ী হয়েছে। বিজেপির ঝুলিতে গিয়েছে মাত্র ১টি আসন। অর্থাৎ এই পঞ্চায়েতটি এসেছে তৃণমূলের দখলে। বিজেপি যে আসনটি জেতে সেটা কোল ব্লকের হরিণসিঙায়।
আরও পড়ুন-টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স, ফের গৈরিকীকরণের অপচেষ্টা
অন্যদিকে, গোটা মহম্মদবাজার ব্লক এলাকায় ১২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৯টি গ্রাম পঞ্চায়েতই দখল করেছে তৃণমূল কংগ্রেস। বাকি ৩টি বিজেপির। আদিবাসী নেতা সুনীল সোরেন বলেন, কোল ব্লকের ৫টি পঞ্চায়েতের দুটি পঞ্চায়েত হাতছাড়া হওয়ার বিষয়টি নিয়ে দল নিশ্চয়ই আলোচনায় বসবে।