খনি অঞ্চলে সবুজঝড়ে উড়ে গেল বিরোধীরা

পাণ্ডবেশ্বর ব্লকের ৬টি, দুর্গাপুর ফরিদপুর ব্লকের ৬টি ও অন্ডাল ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতের সবক’টিতেই জয় পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস।

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : খনি অঞ্চলে সবুজঝড়ে উড়ে গেল বিরোধীরা, সবক’টি পঞ্চায়েত জিতল তৃণমূল। প্রত্যাশিত ফল, উন্নয়নের পক্ষে রায় দিয়েছে মানুষ। এই মত তৃণমূল কংগ্রেসের। মঙ্গলবার সকাল আটটার পর অন্ডাল, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর-ফরিদপুর ব্লকে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয় ভোটগণনা। শুরু থেকেই বিভিন্ন পঞ্চায়েত এলাকায় বিরোধীদের থেকে শাসক দলের এগিয়ে থাকার খবর আসতে শুরু করে। সময় যত গড়িয়েছে, বিরোধীদের থেকে শাসক দলের ব্যবধান ততই বেড়েছে।

আরও পড়ুন-ন্যাটোয় সুইডেনের যোগদানে কোনও আপত্তি নেই তুরস্কের

পাণ্ডবেশ্বর ব্লকের ৬টি, দুর্গাপুর ফরিদপুর ব্লকের ৬টি ও অন্ডাল ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতের সবক’টিতেই জয় পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সবুজঝড়ে ম্লান হয়ে গিয়েছে বিরোধীরা। অন্ডাল ব্লকের উখরা গ্রাম পঞ্চায়েতে ২৭টি আসনের মধ্যে ২৫টি জিতেছে তৃণমূল, দুটি আসনে জিতেছে নির্দল প্রার্থীরা। খান্দরা গ্রাম পঞ্চায়েতে ২৩টি আসনের মধ্যে তৃণমূল ২০টি ও সিপিএম জিতেছে ৩টি আসনে। মদনপুর পঞ্চায়েতে ২৫টি আসনের মধ্যে তৃণমূল ২২টি ও সিপিএমের ঝুলিতে গিয়েছে ৩টি আসন। কাজোরা পঞ্চায়েতে ২৫টি আসনের মধ্যে তৃণমূল ২৩টি ও সিপিএম জিতেছে ২টি আসনে। অন্ডাল পঞ্চায়েতের ২৬টি আসনের মধ্যে সিপিএম পেয়েছে একটি আসন, বাকি ২৫টি আসনে জিতেছে তৃণমূল।

আরও পড়ুন-অভিন্ন দেওয়ানি বিধির কড়া বিরোধিতায় তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী

দক্ষিণখণ্ড পঞ্চায়েতের ১৬টি আসনের মধ্যে সবক’টি আসনে জিতেছে তৃণমূল। এখানে খাতা খুলতেই পারেনি বিরোধীরা। শ্রীরামপুর পঞ্চায়েতের ৬টি আসনের মধ্যে ৪টি তৃণমূল ও বিজেপি জিতেছে ২টি আসনে। রামপ্রসাদপুর পঞ্চায়েতে ২২টির মধ্যে ২১টি জিতেছে তৃণমূল, সিপিএম পেয়েছে একটি আসন। অন্ডাল ব্লকের ১৬৮টি আসনের মধ্যে সিপিএম ১২টি, নির্দল দুটি আসনে জিতলেও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি কোনও আসনই পায়নি। অন্যদিকে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লাউদোহা গ্রাম পঞ্চায়েতে ২১টি আসনের মধ্যে তৃণমূল ২০টি ও সিপিএম একটি আসন পেয়েছে। গৌড়বাজার পঞ্চায়েতে ১১টির মধ্যে ১০টি তৃণমূল একটি আসন জিতেছে বিজেপি। প্রতাপপুর পঞ্চায়েতে ১৬টি আসনের মধ্যে ১৬টিতেই জিতেছে তৃণমূল, বিরোধীরা এখানে কোনও আসনই পায়নি।

আরও পড়ুন-লক্ষ্যর সামনে নতুন চ্যালেঞ্জ

ইছাপুর পঞ্চায়েতে ২১টি আসনের ২১টিতেই জিতেছে তৃণমূল। জেমুয়া পঞ্চায়েতের ১৭টির মধ্যে সবক’টি আসনে জিতেছে তৃণমূল। এই ব্লকের গোগলা পঞ্চায়েতে এবার ভোট হয়নি। ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩টি আসনের সবক’টিতেই জিতে যায় তৃণমূল। অন্যদিকে বৈদ্যনাথপুর, কেন্দ্রা, ছোড়া, হরিপুর, বহুলা, নবগ্রাম পাণ্ডবেশ্বর ব্লকের ৬টি গ্রাম পঞ্চায়েতেই জিতেছে তৃণমূল। ব্লকের বহুলা গ্রাম পঞ্চায়েতে একটি আসন সিপিএম জিতেছে। বাদবাকি সব আসনেই জিতেছে তৃণমূল। দলের বিপুল জয়ের পর তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, ‘‘এটা মানুষের জয়, কর্মীদের জয়, উন্নয়নের জয়। বিরোধীরা জোটবদ্ধ হয়ে ষড়যন্ত্র করেছিল, মানুষ ওদের কাছে মাথানত করেননি। তাঁরা উন্নয়নের পক্ষেই রায় দিয়েছেন।’’

Latest article