লক্ষ্যর সামনে নতুন চ্যালেঞ্জ

সদ্য কানাডা ওপেন জিতেছেন। তাও আবার ফাইনালে অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন চিনের লি শিকে সরাসরি গেমে হারিয়ে।

Must read

নয়াদিল্লি, ১১ জুলাই : সদ্য কানাডা ওপেন জিতেছেন। তাও আবার ফাইনালে অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন চিনের লি শিকে সরাসরি গেমে হারিয়ে। সেই জয়ের রেশ কাটার আগেই ফের কোর্টে নেমে পড়ছেন লক্ষ্য সেন। বুধবার থেকে শুরু হতে চলা ইউএস ওপেন সুপার ৩০০ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে তৃতীয় বাছাই লক্ষ্য। প্রথম রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ফিনল্যান্ডের কালে কোলজোনেন।

আরও পড়ুন-রুদ্ধশ্বাস জয়, ভারতের সিরিজ

গত বছরের শুরুতে ইন্ডিয়ান ওপেন সুপার ৫০০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর হঠাৎ করেই ছন্দ হারিয়েছিলেন। এরপর অগাস্টে নাকে অস্ত্রোপচার হয় লক্ষ্যর। তবে তিনি যে ধীরে ধীরে সেরা ফর্মে ফিরছেন, তার ইঙ্গিত লক্ষ্য দিয়েছিলেন থাইল্যান্ড ওপেনের সেমিফাইনালে উঠে। লক্ষ্য ছাড়াও ইউএস ওপেনে অংশ নিচ্ছেন পিভি সিন্ধু।

আরও পড়ুন-কড়া শাস্তির মুখে ব্রিজভূষণ

দীর্ঘদিন হয়ে গেল সিন্ধু কোনও আন্তর্জাতিক টুর্নামেন্ট জিততে পারেননি। কানাডা ওপেনের সেমিফাইনালে উঠেও জাপানের আকানে ইয়ামাগুচির কাছে হেরে গিয়েছিলেন। মেয়েদের সিঙ্গলসের তৃতীয় বাছাই সিন্ধু প্রথম রাউন্ডে মুখোমুখি হবেন বাছাই পর্ব থেকে উঠে আসা প্রতিদ্বন্দ্বীর। এদিকে, প্রথম রাউন্ডেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন আরেক ভারতীয় শাটলার বি সাই প্রণীত। তাঁর প্রতিপক্ষ বিশ্বের ১০ নম্বর লি শি ফেং।

Latest article