প্রতিবেদন : দিল্লির প্রশাসনিক নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে মরিয়া মোদি সরকার। অথচ খোদ দেশের রাজধানীতে আইনশৃঙ্খলা সামলানোর কাজে যে অমিত শাহর স্বরাষ্ট্রমন্ত্রক চূড়ান্ত ব্যর্থ, বারবার তার প্রমাণ মিলছে। দিনে-দুপুরে প্রকাশ্য রাস্তায় রাজধানীতে ঘটছে একের পর এক ছিনতাই এবং খুনখারাপির ঘটনা। এবার আরও এক শ্রদ্ধাকাণ্ডের কথা সামনে এল। পূর্ব দিল্লির (Delhi Murder Case) গীতা কলোনির কাছে একটি ফ্লাইওভারের পাশে মিলল এক মহিলার দেহের একাধিক টুকরো। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন- লাল সতর্কতা জরি হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে
বুধবার সকাল ৯টা নাগাদ পুলিশের কাছে খবর আসে, গীতা কলোনির কাছে ফ্লাইওভারের পাশে এক মহিলার দেহের একাধিক টুকরো ছড়িয়ে ছিটিয়ে (Delhi Murder Case) রাস্তায় পড়ে রয়েছে। প্লাস্টিকবন্দি কাটা মুন্ডু। মাথার লম্বা চুল দেখে তা কোনও মহিলার দেহ বলেই অনুমান। প্রকাশ্য রাস্তায় পড়ে থাকা ভয়াবহ এই দৃশ্য দেখে পথচারীরা আতঙ্কিত। সংলগ্ন এলাকাতেও ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসে পুলিশ ও ফরেনসিক তদন্তকারী দলের সদস্যরা। দেহের অংশগুলি সংগ্রহ করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পুলিশের আশঙ্কা, মৃত মহিলার বয়স ৩৫ থেকে ৪০-এর মধ্যে। অন্য কোথাও খুন করে প্রমাণ লোপাট করতে দেহাংশগুলি এখানে ফেলে দেওয়া হয়েছে। মৃত মহিলার পরিচয় বা তাঁকে কে বা কারা খুন করেছে এসব বিষয়ে এখনও অন্ধকারে অমিত শাহর পুলিশ। ঘটনার জেরে কোতোয়ালি থানায় একটি খুনের মামলা দায়ের করা হয়েছে। এর আগে রাজধানীতে শ্রদ্ধা ওয়াকার নামে এক তরুণীকে দিল্লিতে গলা টিপে খুন করেছিল তার লিভ ইন পার্টনার। পরে শ্রদ্ধার দেহ ৩৫ টুকরো করে ফ্রিজে রেখে দিয়েছিল আফতাব পুনাওয়ালা নামে ওই যুবক। শেষ পর্যন্ত শ্রদ্ধার দেহ দিল্লির বিভিন্ন জায়গায় ফেলে এসেছিল সে। এরপর আরেকটি ঘটনায় প্রকাশ্য রাস্তায় এক নাবালিকাকে পাথর থেঁতলে খুনের ঘটনা ঘটে এই দিল্লিতেই।