সংবাদদাতা, বারাসাত : পুরপিতাকে মারধরের ঘটনায় বিজেপি নেতার আশ্রয়ে থাকা মূল অভিযুক্তকে গ্রেফতার করল বারাসাত থানার পুলিশ। বুধবার রাতে স্বরূপনগরের নতুন গ্রামের রামচন্দ্রপুরের একটি ইটভাটা থেকে মূল অভিযুক্ত অরিন্দম বন্দ্যোপাধ্যায় ওরফে বুড়োকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার তাকে বারাসাত আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজত দেন। অভিযোগ, ঘটনার পর থেকে পলাতক বুড়ো বিজেপি নেতা রানা সরকার ও রেখা ঢালির আশ্রয়ে আত্মগোপন করে ছিল। সেখান থেকেই গ্রেফতার।
আরও পড়ুন-বানভাসি হরিয়ানায় শাসক জোটের বিধায়ককে সপাটে চড় কষালেন বৃদ্ধা, এতদিন কোথায় ছিলেন?
গত ২৮ জুন তৃণমূলের নাম ভাঙিয়ে কোনও অনুমতি ছাড়াই অবৈধভাবে টোটো রুট চালু করার প্রতিবাদ করায় বারাসাত পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর দেবব্রত পালকে বেধড়ক মারধর করে বুড়ো ও তার অনুগামীরা। কাউন্সিল ছাড়াও ৫-৬ জন তৃণমূল কংগ্রেসের কর্মীকেও মারধর করা হয়েছিল। ঘটনাকে কেন্দ্র করে সেদিন বারাসাত হেলাবটতলা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল।