বানভাসি হরিয়ানায় শাসক জোটের বিধায়ককে সপাটে চড় কষালেন বৃদ্ধা, এতদিন কোথায় ছিলেন?

ক্ষোভের বহিঃপ্রকাশের ঘটনাটি ঘটেছে বুধবার হরিয়ানার কৈথালি এলাকায়। একটানা বৃষ্টিতে কৈথালির রাস্তাঘাট ভেসে গিয়েছে। দোকানবাজার জলে থইথই

Must read

প্রতিবেদন : প্রবল বৃষ্টিতে জলমগ্ন উত্তর ভারতের একাধিক রাজ্য। একটানা প্রবল বর্ষণে বানভাসি হরিয়ানা। জলের তোড়ে ভেসে গিয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে ঘরবাড়ি। বিপদসীমার ওপর দিয়ে বইছে জল। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। ভয়ঙ্কর দুর্যোগেও যথাযথ প্রশাসনিক সহায়তা না পেয়ে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। অবস্থা এমনই যে হরিয়ানার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয় মহিলার হাতে চড় খেলেন শাসক জোটের বিধায়ক। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আরও পড়ুন-চন্দ্রযান-৩ অভিযান

ক্ষোভের বহিঃপ্রকাশের ঘটনাটি ঘটেছে বুধবার হরিয়ানার কৈথালি এলাকায়। একটানা বৃষ্টিতে কৈথালির রাস্তাঘাট ভেসে গিয়েছে। দোকানবাজার জলে থইথই। জলের তোড়ে ভেসে গিয়েছে গৃহস্থালীর সব জিনিস। কোথাও কোথাও মাথার ছাদটুকুও ভেসে গিয়েছে। এই পরিস্থিতিতে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন শাসক দল জননায়ক জনতা পার্টির (জেজেপি) বিধায়ক ঈশ্বর সিং। বিজেপির জোটসঙ্গী বিধায়কের সঙ্গে তখন ছিলেন তাঁর নিরাপত্তারক্ষী এবং দলীয় কর্মীরা। বন্যায় মানুষের সমস্যার কথা জানতে চান বিধায়ক। বানভাসি এলাকায় সরকারি সাহায্যের অপ্রতুলতা ছিলই। সেই পরিস্থিতিতে বিধায়ককে দেখে ক্ষোভে ফুঁসে ওঠেন স্থানীয় এক বৃদ্ধা মহিলা। এগিয়ে এসে সপাটে থাপ্পড় মারেন শাসক জোটের বিধায়কের গালে। প্রশ্ন করেন, এতদিন কোথায় ছিলেন? যখন আমাদের ঘরবাড়ি সব ভেসে গেল তখন কোথায় ছিলেন? যখন আমরা একমুঠো খাবারও পাইনি, তখন কোথায় ছিলেন? এখন কেন এসেছেন? এখানে কী দেখতে এসেছেন? আচমকা চড় খেয়ে হকচকিয়ে যান বিধায়ক। যদিও পরে ওই মহিলাকে ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন-সরকারি দফতরে শূন্য পদে কর্মী নিয়োগে প্রস্তুতি

উত্তেজিত জনতার মধ্যে থেকে নিরাপত্তারক্ষীরা ঈশ্বর সিংকে দ্রুত সরিয়ে নিয়ে যান। অপ্রস্তুত বিধায়ক পরে জানিয়েছেন, আমি ওঁর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করছি না৷ আমি ওঁকে ক্ষমা করে দিয়েছি৷ তবে বিধায়ককে বৃদ্ধার চড় মারার ভিডিও হু হু করে নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে। নির্বাচনের সময় ভোটভিক্ষা করা রাজনীতিকদের অন্য সময় জনতার প্রয়োজনে দেখা মেলে না বলে সরব হয়েছেন বহু মানুষ।

Latest article