কার্তিক-কিয়ারা জুটির অনস্ক্রিন কেমিস্ট্রি হিট। ভুলভুলাইয়া-২-এর সাফল্যের পর তাঁদের সেই পুরনো ম্যাজিক নতুন রসায়নে আবার সিলভার স্ক্রিনে। ছবির নাম ‘সত্যপ্রেম কি কথা’ (Satyaprem ki katha)। পরিচালক সমীর বিদ্যাংশের এই রোম্যান্টিক মিউজিক্যাল ড্রামা মুক্তি পেয়েছে গত ২৯ জুন। এর মধ্যেই একশো কোটির ঘর পেরিয়েছে ছবিটি। রোমান্সের মোড়কে তৈরি এই ছবিতে রয়েছে অন্য একটি চমক যা ভাবতে বাধ্য করবে সিনেমাপ্রেমীদের।
‘সচ বোলনে সে পহেলে সোচনে কা কেয়া’, কার্তিক আরিয়ান ওরফে সত্যপ্রেমের এই সংলাপ এখন নেটিজেনদের মুখে খুব শোনা যাচ্ছে।
আমেদাবাদের একটি পরিবারের রোজগারহীন বেকার ছেলে ‘সত্যপ্রেম’, ওরফে সত্তু। সে আইনের ছাত্র। কিন্তু পড়াশোনায় খুবই খারাপ। পরীক্ষায় তো বটেই, জীবনের সবেতেই সে ব্যর্থ। সারাক্ষণ মা ও বোনের থেকে কটু কথা শোনে। হঠাৎ তার জীবনে আসে ‘কথা’। বিত্তবান পরিবারের সুন্দরী, শিক্ষিতা ‘কথা’র প্রেমে পড়ে সত্তু। বেকার হলেও সে বিয়ের স্বপ্নে মশগুল হয়। কিন্তু কথার তো বয়ফ্রেন্ড রয়েছে। সত্যপ্রেম সিদ্ধান্ত নেয় কথাকে সে দূর থেকেই ভালবাসবে। কারণ দুজনের মধ্যে আছে বিস্তর ফারাক। কিন্তু, হঠাৎ ভালবাসা প্রকাশ করার সুযোগ পায় সে। ব্যাস, গল্পে আসে নতুন মোড়। এদিকে, কথার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে দিলে সে আত্মহত্যার চেষ্টা করে। কার্তিক তাকে বাঁচায়। কথার পরিবারেরও পছন্দ হয় সত্তুকে। কিন্তু স্বাভাবিক ভাবেই মেয়েটি এই বিয়ে চায় না। কিন্তু বাবা-মার চাপে একপ্রকার বাধ্য হয়ে সে রাজি হয়ে যায় এবং বিয়েটা হয়ে যায় তাদের। কিন্তু বিয়ে হলেও কথা মন থেকে এই বিয়ে মেনে নিতে পারে না। কিন্তু কেন! এখানেই রয়েছে গল্পের আসল ট্যুইস্ট আবার ট্যুইস্টের মধ্যেও রয়েছে নানা চমক। ছবি ইতিমধ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। কাজেই দেখে ফেলেছেন অনেকেই, আবার অনেকে দেখেননি। যাঁরা দেখেননি সেই ট্যুইস্ট আর ক্লাইম্যাক্স তাঁদের জন্যই তোলা থাক।
প্রাথমিক ভাবে রোম্যান্টিক মিউজিক্যাল লাভ স্টোরি মনে হলেও রয়েছে গোপন চমক। পরিচালক দিয়েছেন এক বলিষ্ঠ বার্তা। যা এই সমাজের পরিপ্রেক্ষিতে ভীষণই প্রাসঙ্গিক। পরিচালক শুধু বিনোদনকেই হাতিয়ার করেননি। সচেতনতা বাড়ানোর বিষয়টাকে এক্সিকিউট করেছেন সুচারুভাবে। মন ছুঁয়ে যাওয়া গল্প, সাবলীল অভিনয়, হালকা ফুলকা কমেডির চলনে একটি মিষ্টি প্রেমের ছবি ‘সত্যপ্রেম কি কথা’ (Satyaprem ki katha)।
কার্তিক আরিয়ান এবং কিয়ারা আডবানি ছাড়াও ছবিতে দেখা যাবে গজরাজ রাও, সুপ্রিয়া পাঠক, শিখা তালসানিয়া, ঋতু শিবপুরী, কৌশিক মাহাতো, সিদ্ধার্থ রানদেরিয়া, রাজপাল যাদবকে। কার্তিক আর কিয়ারার মুখ থেকে গুজরাতি সংলাপ বেশ লেগেছে। ছবি জুড়ে ঝরঝরে গুজরাতি ভাষায় কথা বলেছেন তাঁরা। জবরদস্ত্ জুটির অভিনয় বেশ প্রশংসিত হয়েছে সমালোচকমহলেও।
আরও পড়ুন-৩৫৫-র পরিস্থিতি তৈরি করতে যা-যা করতে হয়, আমি করব, চক্রান্ত ফাঁস গদ্দারের
সত্যপ্রেমের বাবার চরিত্রে গজরাজ রাও এবং মায়ের চরিত্রে সুপ্রিয়া পাঠক খুবই সাবলীল। গজরাজ থাকলে একটা সহজ কমেডির পরিবেশ তৈরি হয়ে যায় নিজে থেকেই। খুব ছোট একটা চরিত্রে রাজপাল যাদব রয়েছেন।
কার্তিক আর কিয়ারা তাঁদের ফ্যানদের জন্য এই ছবিতে একটা ভিস্যুয়াল ট্রিট তো বটেই। ছবিটায় সুন্দর একটা মেসেজ রয়েছে দর্শকের জন্য, পরিবার যদি পাশে থাকে, সাপোর্ট করে তাহলে যে কোনও খারাপ সময় পেরিয়ে যাওয়া সম্ভব। পরিবারই আপনার একমাত্র শক্তি আর সেই সঙ্গে দৃঢ় মানসিকতা নিয়ে ভুলের বিরুদ্ধে দাঁড়ানোটাও জরুরি।
ছবির পরিচালক সমীর বিদ্যাংশ। যৌথ প্রযোজনায় রয়েছে নাদিয়াদওয়ালা গ্রান্ডসন এন্টারটেইনমেন্ট ও নমাহ পিকচার্স। সংগীতে মিট ব্রাদার্স, অঞ্জন ভট্টাচার্য, তানিষ্ক বাগচী, পায়েল দেব, মনন ভরদ্বাজ, রোচক কোহলি, গুরপ্রীত সাইনি, আলিশেট্টি। সিনেমাটোগ্রাফি আয়ানাঙ্কা বোস। এই ছবিতেই ‘পসুরি নু’ গানটির রিমেক্স গেয়েছেন অরিজিৎ সিং এবং তুলসী কুমার। গানটি গেয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন গায়ক অরিজিৎ সিং। আমেদাবাদ ছাড়াও এই ছবির শ্যুটিং হয়েছে ভদোদরা, মুম্বই, শ্রীনগর এবং গুলমার্গে।
‘সত্যপ্রেম কি কথা’ এর মধ্যেই বিশ্বব্যাপী বাণিজ্য করে ফেলেছে। একশো কোটির ঘরে পা রাখল ছবিটি। যা-ই হোক ‘সত্যপ্রেম কি কথা’কে বক্স অফিসে টক্কর দিচ্ছে আপাতত দুটি সিনেমা। বিদ্যা বালন অভিনীত ‘নিয়ত’ আর সঞ্জয় পূরণ সিং চৌহান পরিচালিত ‘৭২ হুঁরে’। আগেও হিট ছবি উপহার দিয়েছেন বিদ্যা বালন। দেখে মনে হচ্ছে ‘নিয়ত’ হয়তো ছাড়িয়ে যাবে একশো কোটির ঘর। ‘৭২ হুঁরে’ মুক্তির আগে কম বিতর্ক হয়নি। যদিও সঞ্জয় পূরণ সিং চৌহান পরিচালিত ছবির প্রতি সেভাবে আগ্রহ দেখাল না দর্শক। কাশ্মীর ফাইলস, কেরালা স্টোরি-র পর অনেকেই ভেবেছিলেন এই ছবি দর্শক টানবে ভালমতো। তবে তেমনটা হল না। আপাতত পাখির চোখ করণ জোহরের আপ কামিং মুভি ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’। সাতবছর পর পরিচালনায় ফিরছেন করণ জোহর।