ভারতকে তেলের দামে ছাড় দিতে রাজি নয় রাশিয়া

Must read

প্রতিবেদন : দীর্ঘদিন ধরেই ভারত ও রাশিয়ার মধ্যে সুসম্পর্ক রয়েছে। আগে থেকেই রাশিয়ার তেলের অন্যতম ক্রেতা ভারত। সময় যত গড়িয়েছে সেই তেল কেনাবেচা আরও বৃদ্ধি পেয়েছে। পশ্চিমের চোখরাঙানি উপেক্ষা করে মস্কো থেকে সস্তায় অশোধিত তেল কিনেছে মোদি সরকার (Modi Government)। তবে এবার বড় সিদ্ধান্তের পথে হাঁটল রাশিয়া (Russia Oil)। জানা যাচ্ছে, ভারতকে নাকি আর কম দামে তেল দিতে চাইছে না তারা। আর রাশিয়ার এই সিদ্ধান্তের পরই প্রশ্ন উঠছে, জনগণের টাকায় লাগাতার বিদেশ সফর করলেও দেশবাসীর জন্য সামান্য তেলটুকুও সস্তায় কেন কিনতে পারছেন না প্রধানমন্ত্রী মোদি। স্বাভাবিকভাবেই রাশিয়া বেঁকে বসায় বড়সড় প্রশ্নের মুখে পড়েছে মোদি সরকারের কূটনীতি।
উল্লেখ্য, রুশ তেলের দাম ব্যারেল প্রতি ৬০ ডলার বেঁধে দিয়েছে জি-৭ গোষ্ঠী। নিষেধাজ্ঞা এড়াতে সেই অঙ্ক থেকে ১ বা ৩ ডলার কম দামে তেল বিক্রি করছে রাশিয়া (Russia Oil)। তবে কৃষ্ণসাগরের বন্দরগুলি থেকে পরিবহণ খরচ হিসেবে ব্যারেল প্রতি ১১ থেকে ১৯ ডলার করে নিচ্ছে তারা। যা সাধারণের থেকে প্রায় দ্বিগুণ। খোলা বাজারের তুলনায় শুরুর দিকে ভারতকে ব্যারেল প্রতি ২৫ থেকে ৩০ ডলার ছাড় দিচ্ছিল রুশ তেল সংস্থাগুলি। এখন তা কমে হয়েছে ব্যারেল প্রতি ৪ ডলার। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, দাম কম হওয়ায় ভারতীয় শোধনাগারগুলি বিপুল পরিমাণে রুশ তেল কিনছিল।

আরও পড়ুন- প্রিগোজিন সম্ভবত বেঁচে নেই, দাবি প্রাক্তন মার্কিন সেনাকর্তার

Latest article