এখন পাখির চোখ ২০২৪ সাল। এদিকে পঞ্চায়েত ভোট (Panchayat election) শেষ। আর কয়েক মাস পরেই দেশজুড়ে শুরু হাইভোল্টেজ লোকসভা নির্বাচন (Loksabha election)। এই অবস্থায় মোদী সরকারের বিরুদ্ধে এককাট্টা হচ্ছেন বিরোধী দলগুলির নেতা–নেত্রীরা। এই অবস্থায় জুলাই মাসে আবার বৈঠকে বসবে বিরোধী দলগুলি। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পায়ে চোট রয়েছে। চলছে চিকিৎসা। কিন্তু এর মধ্যেই তিনি বেঙ্গালুরু যাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) এই সফরে সঙ্গে যাচ্ছেন বলেই খবর।
আরও পড়ুন-ফের ট্রেন বাতিল হাওড়া-শিয়ালদহে
দেশের স্বার্থে বিজেপিকে গদি ছাড়া করতে চাইছে বিরোধী দলগুলি। তাই একমঞ্চে বিরোধী বৈঠক হতে চলেছে। গত ২৩ জুন নীতীশ কুমারের উদ্যোগে ১৭টি দল পাটনায় বৈঠকে বসেছিল। একমঞ্চে সীতারাম ইয়েচুরি, রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন। এবার দ্বিতীয় দফার বৈঠকে স্ট্রাটেজি ঠিক হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন-সাগরে ঘূর্ণাবর্ত, নিম্নচাপের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে কি বৃষ্টি?
এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বার্তা দেওয়ার আছে। সেখানে বাংলার কংগ্রেসের ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে। আগের বিরোধীদের বৈঠক করার পর সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি পাটনায় মিটিং করতে বলেছিলাম, কারণ পাটনা থেকে যা শুরু হয় সেটা একটি আন্দোলনের রূপ নেয়। আমরা ঐক্যবদ্ধ এবং একসঙ্গে লড়ব। আমাদের বিরোধী বলবেন না। আমরাও এই দেশের নাগরিক। আমরাও দেশপ্রেমিক।’
আরও পড়ুন-বন্যা বিধ্বস্ত পাঞ্জাবে খাবার, ওষুধ বিতরণ করলেন বলি অভিনেতা
এই মাসেই বৈঠক করবেন বিরোধী দলগুলির নেতা–নেত্রীরা। ১৭ ও ১৯ জুলাই বেঙ্গালুরুতে এই বৈঠক হবে। মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন বলে সূত্রের খবর। সঙ্গে বেঙ্গালুরু যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ফিরে যোগ দেবেন একুশে জুলাইয়ের অনুষ্ঠানে। মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন কিনা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সে বিষয়ে খোঁজ নিয়েছেন ।