বিশ্বের বাসযোগ্য শহরগুলির তালিকায় প্রথম ১০০-য় নেই ভারতের কোনও শহর

কোভিড পরবর্তী সময়ে বিশ্বের কোন শহর কীভাবে ঘুরে দাঁড়িয়েছে, কতটা উন্নত হয়েছে সাধারণ মানুষের জীবনযাপনের মান এই সবের উপরেই সমীক্ষা চালানো হয়েছিল।

Must read

নয়াদিল্লি : ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ)-এর গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৩ অনুসারে বিশ্বের বাসযোগ্য শহরগুলির তালিকায় প্রথম ১০০-র মধ্যে নেই ভারতের কোনও শহর। ১৭৩টি শহরকে নিয়ে তৈরি এই তালিকায় জাতীয় রাজধানী দিল্লি এবং দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র মুম্বই আছে যথাক্রমে ১৪০ ও ১৪১ নম্বর স্থানে।

আরও পড়ুন-পায়ে চোট নিয়ে এবার বেঙ্গালুরুর পথে মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়

তালিকায় চেন্নাই, আমেদাবাদ ও বেঙ্গালুরুর স্থান যথাক্রমে ১৪৪, ১৪৭ ও ১৪৮ তম। ১৭৩টি বাসযোগ্য শহরের তালিকায় শেষ পাঁচটি শহর হল করাচি (১৬৯), লাগোস (১৭০), আলজিয়ার্স (১৭১), ত্রিপোলি (১৭২) এবং দামাস্কাস (১৭৩)। বাংলাদেশের রাজধানী ঢাকা আছে ১৬৬ তম স্থানে। কোভিড পরবর্তী সময়ে বিশ্বের কোন শহর কীভাবে ঘুরে দাঁড়িয়েছে, কতটা উন্নত হয়েছে সাধারণ মানুষের জীবনযাপনের মান এই সবের উপরেই সমীক্ষা চালানো হয়েছিল। বিষয়গুলি পাঁচটি ভাগে ভাগ করা হয়েছিল। নিরাপত্তা, স্বাস্থ্য, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং সামগ্রিক পরিকাঠামো এই পাঁচটি বিভাগে ১ থেকে ১০০-র মধ্যে নম্বর দেওয়া হয়েছে বিভিন্ন শহরকে।

আরও পড়ুন-ফের ট্রেন বাতিল হাওড়া-শিয়ালদহে

১ হচ্ছে অসহনীয় এবং ১০০ কে আদর্শ হিসাবে বিবেচনা করা হয়েছে। ২০১৯ সালের পরে দু’বছর কোভিড পরিস্থিতিতে রিপোর্ট বের করেনি ইআইইউ। রিপোর্ট অনুসারে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা বসবাসের জন্য সেরা শহর হিসাবে শীর্ষস্থানে রয়েছে। এই শহরটি ধারাবাহিকভাবে নিজের অবস্থান ধরে রেখেছে। পরপর দু’বছর ১০০-তে ১০০ পেয়ে তালিকার শীর্ষে রয়েছে ভিয়েনা। এরপর ক্রমানুসারে আছে কোপেনহেগেন (ডেনমার্ক), মেলবাের্ন (অস্ট্রেলিয়া), সিডনি (অস্ট্রেলিয়া), ভ্যাঙ্কুভার (কানাডা), জুরিখ (সুইজারল্যান্ড), ক্যালগারি (কানাডা), জেনেভা (সুইজারল্যান্ড), টরন্টো (কানাডা), ওসাকা (জাপান) এবং অকল্যান্ড (নিউজিল্যান্ড)।

Latest article