কলকাতা (Kolkata) এবং মুম্বইয়ে (Mumbai) এবার ডুবোজাহাজ ও রণতরী তৈরি করে বিদেশে রফতানি করা হবে। ভারত এবং ফ্রান্সের (France) প্রতিরক্ষা বিষয়ক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি এবার এই সংক্রান্ত বিষয়ে মউ স্বাক্ষর করল। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় ফ্রান্সের নেভাল গ্রুপের সঙ্গে যৌথভাবে স্করপিওন ক্লাসের সাবমেরিন তৈরি করতে চলেছে মুম্বইয়ের মাঝগাঁও ডকইয়ার্ড লিমিটেড। ফ্রেঞ্চ নেভাল গ্রুপের সঙ্গেই যুদ্ধজাহাজ তৈরি করবে কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এরপর তৃতীয় কোনও দেশে সেসব রফতানি করা হবে।
আরও পড়ুন-ফের ‘খুন’ তৃণমূল কর্মী, বাসন্তীতে গুলিতে জখম হলেন ১
ভারত এবং ফ্রান্সের একটি যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ভারত এবং আন্তর্জাতিক নৌবাহিনীর চাহিদা অনুযায়ী যুদ্ধজাহাজ তৈরি করার বিষয়ে নেভাল গ্রুপ ফ্রান্সের সঙ্গে কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের মউ স্বাক্ষর হয়েছে। কলকাতায় সেই যুদ্ধজাহাজ তৈরি করা হবে। এরপর সেগুলো বিদেশে রফতানি করা হবে। ভারতেরও প্রয়োজনে সেগুলো ব্যবহার করা হবে।
আরও পড়ুন-বিডিওকে ‘শারীরিক নিগ্রহ’, বিজেপি সাংসদের বিরুদ্ধে হল এফআইআর
প্রতিরক্ষা সংক্রান্ত বেশ কিছু বিষয়ে ভারত এবং ফ্রান্স একসঙ্গে কাজ করবে। দুটি দেশের অভ্যন্তরীণ সুরক্ষা, মানবপাচার-সহ সংগঠিত অপরাধ, পরিবেশ সংক্রান্ত অপরাধ, আর্থিক অপরাধ, উগ্রবাদের নিয়ন্ত্রণ সব ক্ষেত্রেই একে অপরকে সাহায্য করবে। সন্ত্রাস-বিরোধী বিষয়গুলিতে ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনসিজি) সঙ্গে ফ্রান্সের বাহিনী মিলিত ভাবেই কাজ করবে বলে জানা গিয়েছে।