বিডিওকে ‘শারীরিক নিগ্রহ’, বিজেপি সাংসদের বিরুদ্ধে হল এফআইআর

গত ১২ জুলাই রায়গঞ্জ পলিটেকনিক কলেজে ভোটগণনা চলছিল। ওই অবস্থায় দেবশ্রীর সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকরা গণনাকেন্দ্রে ঢুকে চেয়ার ও টেবিল ভাঙচুর করেন

Must read

ভোটগণনার সময় বিজেপি সাংসদ (BJP) তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে বিডিওকে শারীরিক নিগ্রহের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের হল। সূত্রের খবর বুধবার রায়গঞ্জ পলিটেকনিক কলেজে (Raigunj polytechnic college) ভোটগণনা চলছিল। গণনাকেন্দ্রের ভিতর ঢুকে বিজেপি কর্মী-সমর্থকরা একপ্রকার তাণ্ডব চালান বলে জানা গিয়েছে। এই পুরো ঘটনার নেতৃত্বে ছিলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী। বিজেপি কর্মী ও সমর্থকরা এই সময় রায়গঞ্জের বিডিও শুভজিৎ মণ্ডলকে শারীরিক নিগ্রহ করেন। এর পরেই বিডিও অসুস্থ হয়ে পড়েন এবং তাকে ওই অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন-Uttarakhand flood: যমুনোত্রী জাতীয় সড়ক অবরুদ্ধ, হরিদ্বারে সাত বছরের শিশু সহ মৃত ৩

পুলিশ সূত্রে খবর ওই সরকারি আধিকারিক বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। দেবশ্রী-সহ মোট চারজন বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বিডিওর অভিযোগের ওপর ভিত্তি করেই পুলিশ এর তরফে সাংসদ-সহ ৪ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন-সামনে ইউনাইটেড, সতর্ক মহামেডান

প্রসঙ্গত গত ১২ জুলাই রায়গঞ্জ পলিটেকনিক কলেজে ভোটগণনা চলছিল। ওই অবস্থায় দেবশ্রীর সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকরা গণনাকেন্দ্রে ঢুকে চেয়ার ও টেবিল ভাঙচুর করেন। বিডিওর দিকে চেয়ার, টেবিল ছুড়ে মারেন। এদিন বিডিওকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। সিসিটিভি ফুটেছে স্পষ্ট, বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার চেয়ার, টেবিল উল্টে ফেলে দিচ্ছেন। বেশ কিছু জিনিসপত্রও ওই সরকারি আধিকারিককে লক্ষ্য করে ছুড়ে মারা হয়।

Latest article