প্রতিবেদন : দুর্গাপুজোকে কেন্দ্র করে বিপুল জনসমাগমের প্রেক্ষিতে কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে স্বাস্থ্য দফতর বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। নমুনা পরীক্ষা এবং টিকাকরণ বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তি জারি করে মঙ্গলবার থেকে সমস্ত কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। নমুনা পরীক্ষা এবং টিকাকরণের জন্য মঙ্গলবার থেকে সমস্ত স্বাস্থ্যকেন্দ্র খুলে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন-উৎসব শেষ, ফের টিকা দেওয়া শুরু কলকাতা পুরসভার
পঞ্চমী থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ছুটি থাকার কথা থাকলেও তড়িঘড়ি মঙ্গলবারই ফের কাজ শুরু হতে চলেছে স্বাস্থ্য বিভাগে। বিজ্ঞপ্তি জারি করে মঙ্গলবার থেকে সকল কর্মীর ছুটি বাতিলের ঘোষণা করে স্বাস্থ্য দফতর। রাজ্যের করোনা পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায়, এর জন্য টেস্ট-ভ্যাকসিনেশনে জোর দেওয়া হবে। আর তাই স্বাস্থ্যকেন্দ্রগুলি খুলে যাচ্ছে আগামিকাল থেকেই।