উৎসব শেষ, ফের টিকা দেওয়া শুরু কলকাতা পুরসভার

Must read

প্রতিবেদন : উৎসবের দিনগুলিতে ছুটি ছিল স্বাস্থ্যকর্মীদের। ফলে বন্ধ ছিল টিকাকরণের কাজ। পুজো শেষ। তাই ফের মঙ্গলবার থেকে টিকাকরণের কাজ শুরু করছে কলকাতা পুরসভা। দুর্গাপুজোর চারদিন টিকাকরণ বন্ধ ছিল কলকাতা পুরসভার সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে।

আরও পড়ুন-বৃষ্টিতে ভিজল লক্ষ্মীপুজোর বাজার

এমনকী অন্যান্য যে সমস্ত ক্লিনিকে পুরসভার তরফে টিকা দেওয়া হয়, সেখানেও ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত টিকা দেওয়া হয়নি। তবে পুজো মিটতেই ফের শুরু হল করোনার টিকাকরণ। পুজো মিটতেই সংক্রমণ রুখতে তৎপর হল পুরসভা। পুজোর জন্য ২৫ অক্টোবর পর্যন্ত পুরসভায় ছুটি থাকলেও, বাতিল হল স্বাস্থ্য বিভাগের সবার ছুটি। মঙ্গলবার থেকেই কাজ শুরু করবে এই বিভাগ।

Latest article