বৃষ্টিতে ভিজল লক্ষ্মীপুজোর বাজার

Must read

প্রতিবেদন : প্রতিকূল আবহাওয়ায় বিপর্যস্ত কোজাগরী লক্ষ্মীপুজোর বাজার। সোমবার লক্ষ্মীপুজোর আগের দিনেও বিক্রি-বাট্টা তেমন না হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে ব্যবসায়ীদের কপালে। তবে এবার মঙ্গল ও বুধবার দু’দিনে লক্ষ্মীপুজোর তিথি থাকায় কিছুটা আশার আলো দেখছেন তাঁরা। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হলে বাজার কিছুটা জমবে বলে আশাবাদী বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা। সোমবার দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশের মুখ ছিল ভার। সারাদিন ধরে পিছু ছাড়েনি দফায় দফায় বৃষ্টি। ফলে বাজারে খদ্দেরের দেখা মেলেনি দিনভর।

আরও পড়ুন-উপনির্বাচনের প্রচারে অভিষেক

বিকেলেও কলকাতার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেল লক্ষ্মী প্রতিমা থেকে শুরু করে পুজোর সামগ্রীর কোনও দোকানের সামনে চেনা ভিড় নেই। বিক্রেতারা বলছেন অন্যান্য বছর যে পরিমাণ প্রতিমা বিক্রি হয় তার অর্ধেকও এখনও পর্যন্ত বিকোয়নি। উল্টে বৃষ্টির ছাঁট থেকে মাটির প্রতিমা রক্ষা করতে নাভিশ্বাস উঠছে তাঁদের। পুজোর অন্যান্য উপকরণ যেমন, তিলের নাড়ু থেকে নারকেল নাড়ু, ধানের শিষ, ডাব, তালের শাঁস নিয়ে সবাই বসে রয়েছেন, কিন্তু খরিদ্দার নেই। সবাই অপেক্ষায় রয়েছেন যদি বৃষ্টি একটু ছাড় দেয় তাহলে বাজার একটু ভাল হলেও হতে পারে। এদিকে হাওয়া অফিস বলছে, মঙ্গলবারও ঝড়বৃষ্টির দাপট থাকবে। ফলে লক্ষ্মীপুজোর বাজার আদৌ কতটা চাঙ্গা হবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে ব্যবসায়ীদের মনে।

Latest article