সংবাদদাতা, নন্দকুমার : দিঘা-তমলুক রেলপথের, দুটি লাইনের মাঝে বিশাল ধস ঘিরে চাঞ্চল্য। এই ধসের গভীরতা প্রায় ১০ ফুট। নন্দকুমার রেলস্টেশন এবং চণ্ডীপুরের লবণ সত্যাগ্রহ রেল স্টেশনের মাঝামাঝি এলাকায় গিরিরচক গ্রামে রেললাইনের মাঝে এমন ধস নামে। স্থানীয় গ্রামবাসীরাই শনিবার সকালে বিষয়টি দেখতে পান। তাঁরা নন্দকুমার রেলস্টেশন এবং রেল দপ্তরে এই ধসের কথা ফোন করে জানান। এরপর রেলের একটি টিম এই ধস পরিদর্শনে ও মেরামতির জন্য আসে।
আরও পড়ুন-অপছন্দের পোস্টে কোপ পেনশনে?
কীভাবে এত বড় ধস তৈরি হল, তা খতিয়ে দেখে সেই প্রতিনিধি দল। এরপর আধিকারিকরা বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। রেল লাইনের মাঝে ধসের ফলে তৈরি হওয়া বড় মাপের গর্ত দেখতে স্থানীয় গ্রামবাসীদের ভিড় জমে যায়। দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে। ধস মেরামতে আসা রেলকর্মীরা রেলের যাত্রী সুরক্ষা বিষয়ে স্থানীয় গ্রামবাসীদের প্রশ্নের সম্মুখীন হন। এই ধসের কারণে রেল দুর্ঘটনা ঘটতে পারে বলে, স্থানীয় গ্রামবাসীরা সেই সময় দাবি করেন। এই খবর ছড়িয়ে পড়লে দিঘা তমলুক রেল লাইনের যাত্রীদের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়।
আরও পড়ুন-মত প্রকাশের সময় বাড়াল আইন কমিশন
এরপর মেরামতে আসা কর্মীরা রেললাইনের পাশের এলাকা থেকে মাটি কেটে ধ্বসের বড় গর্তে ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে স্থানীয়দের অনুমান বৃষ্টিতে সেই জায়গার মাটি ধসে এমন বড় গর্তের সৃষ্টি হতে পারে। বিষয়টি নিয়ে জানতে চাইলে নন্দকুমার রেলস্টেশন জানায়, এলাকাটি আমাদের এক্তিয়ারের মধ্যে পড়ে না। লবণ সত্যাগ্রহ রেল স্টেশনকে জিজ্ঞেস করুন। আর লবণ সত্যাগ্রহ রেল স্টেশন কর্তৃপক্ষ জানান, এ নিয়ে নন্দকুমার রেল স্টেশন ভাল বলতে পারবে!