মত প্রকাশের সময় বাড়াল আইন কমিশন

ইতিমধ্যেই বিজেপির একাধিক জোট সঙ্গী অভিন্ন দেওয়ানি বিধির তীব্র বিরোধিতা করেছে। বিজেপিশাসিত অরুণাচল প্রদেশও তাদের আপত্তির কথা জানিয়েছে

Must read

প্রতিবেদন : অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সাধারণ নাগরিক এবং ধর্মীয় সংগঠনগুলির মতামত জানানোর সময়সীমা ২৮ জুলাই পর্যন্ত বাড়াল জাতীয় আইন কমিশন। কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে মতামত জানতে চাওয়ার পর এ পর্যন্ত অনলাইনে প্রায় ৫০ লক্ষ ব্যক্তি এবং সংগঠন তাঁদের মতামত জানিয়েছেন। আরও বহু মানুষ এ বিষয়ে তাঁদের মতামত জানাতে চান। সে কারণেই মতামত জানানোর সময়সীমা ২৮ জুলাই পর্যন্ত বাড়ানো হচ্ছে।

আরও পড়ুন-ইমোশনের আঁতুড়ঘর

উল্লেখ্য, ২২ তম আইন কমিশন ১৪ জুন বিজ্ঞপ্তি জারি করে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং সাধারণ মানুষের মতামত জানতে চেয়েছিল। এক মাসের মধ্যে মতামত জানাতে বলা হয়েছিল। সেই নির্ধারিত সময় আরও বৃদ্ধি করল কমিশন। এর আগে ২১ তম আইন কমিশন স্পষ্ট জানিয়েছিল, দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার কোনও প্রয়োজনই নেই। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বলবীর সিং চৌহানের নেতৃত্বাধীন ২১ তম কমিশন স্পষ্ট জানিয়েছিল, বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকারের মতো পারিবারিক বিষয়ে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের জন্য এক আইন কার্যকর করার কোনও দরকার নেই। আইন কমিশনের ওই সুপারিশকে রাজনৈতিক কারণেই অগ্রাহ্য করছে মোদি সরকার।
বিজেপির নির্বাচনী ইস্তাহারে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার প্রতিশ্রুতি ছিল। ২০২৪ এর এপ্রিল-মে মাসে দেশে সাধারণ নির্বাচন। লোকসভা নির্বাচনের আগে বিজেপি অভিন্ন দিওয়ানি বিধি নিয়ে ময়দানে নেমেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন-তিন বছর পর আজ ঘরের মাঠে সবুজ-মেরুন

ইতিমধ্যেই বিজেপির একাধিক জোট সঙ্গী অভিন্ন দেওয়ানি বিধির তীব্র বিরোধিতা করেছে। বিজেপিশাসিত অরুণাচল প্রদেশও তাদের আপত্তির কথা জানিয়েছে। মণিপুর, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ডের মতো রাজ্যগুলিও অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে। গোটা দেশের প্রবল জনমতকে উপেক্ষা করে মোদি সরকার কতদূর অগ্রসর হয় সেটাই দেখার।

Latest article