তিন বছর পর আজ ঘরের মাঠে সবুজ-মেরুন

তিন বছর মোহনবাগান কলকাতা লিগের ম্যাচ খেলতে নামছে নিজেদের মাঠে। প্রথম দুই ম্যাচ দাপটে জয়ের পর সবুজ-মেরুন সমর্থকদের মধ্যে উৎসাহ তুঙ্গে

Must read

প্রতিবেদন : তিন বছর মোহনবাগান কলকাতা লিগের ম্যাচ খেলতে নামছে নিজেদের মাঠে। প্রথম দুই ম্যাচ দাপটে জয়ের পর সবুজ-মেরুন সমর্থকদের মধ্যে উৎসাহ তুঙ্গে। রবিবার জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নিজেদের মাঠে মোহনবাগান খেলবে ডালহৌসির বিরুদ্ধে। লিগের ম্যাচ ঘিরে ময়দানে ফিরছে সবুজ-মেরুন আবেগ।

আরও পড়ুন-সব্যসাচী লেখক বলাইচাঁদ

কলকাতা লিগে জুনিয়র দল খেললেও বাস্তব রায়ের প্রশিক্ষণাধীন সবুজ-মেরুনের পারফরম্যান্স প্রশংসিত হচ্ছে। কারণ, লিগে প্রথম দুই ম্যাচে আট গোল করেছে দল। পাঠচক্রকে ৩-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে এক গোলে পিছিয়ে পড়েও পাঁচ গোল দিয়েছে মোহনবাগান।

আরও পড়ুন-সুপ্রিম কোর্ট : দেশের কোনও নির্বাচনে স্থগিতাদেশ জারি বা হস্তক্ষেপের অধিকার নেই আদালতের

প্রথম দুই ম্যাচে দু’টি গোল হজম করলেও রক্ষণ নিয়ে চিন্তিত নন কোচ বাস্তব। বলেছেন, ‘‘আমরা যে দু’টি গোল হজম করেছি তার একটা মনোসংযোগের অভাবে এবং অপরটি রেফারির ভুল সিদ্ধান্তে। রক্ষণ যথেষ্ট ভাল খেলছে। চেষ্টা করব জয়ের ধারা অব্যাহত রাখতে।’’ প্রতিপক্ষ ডালহৌসিকে নিয়ে সতর্ক মোহনবাগান কোচ। বাস্তবের কথায়, ‘‘ডালহৌসি প্রথম দু’টি ম্যাচ ড্র করেছে। ওদের রক্ষণ সংগঠন খুব ভাল। ওরা দ্রুত আক্রমণে আসে। এটা আমাকে একটু ভাবাচ্ছে। তবে তিন বছর পর আমরা ঘরের মাঠে লিগের ম্যাচ খেলব। তার জন্য ছেলেরা বেশ উত্তেজিত। সমর্থকদের জন্য ভাল ম্যাচ উপহার দিতে চাই।’’

Latest article